(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs NZ 1st ODI: একাদশে সুযোগ পাননি ফর্মে থাকা পৃথ্বী, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন ভক্তরা
Prithvi Shaw: ভারতের ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৩৬৩ রান করেছিলেন পৃথ্বী শ।
নয়াদিল্লি: ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে বছর দু'য়েক চলতি ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলে ফিরেছেন পৃথ্বী শ (Prithvi Shaw)। ভারতের ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৩৬৩ রান করেছিলেন পৃথ্বী। তবে তা সত্ত্বেও দলে সুযোগ পেলেও, প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় একাদশে সুযোগ পাননি তারকা ওপেনার। তাঁর পরিবর্তে শুভমন গিল ও রাঁচির ঘরের ছেল ঈশান কিষাণ ওপেনার হিসাবে সুযোগ পান। পৃথ্বী একাদশে সুযোগ না পাওয়ার পরই ম্যানেজমেন্টের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন নেটিজেনরা।
#INDVsNZ :Both openers failed today, meanwhile Prithvi Shaw 🔥🔥🔥 pic.twitter.com/W0XvHesO4B
— Rishi (@sixteen___10) January 27, 2023
#INDVsNZ :Both openers failed today, meanwhile Prithvi Shaw 🔥🔥🔥 pic.twitter.com/W0XvHesO4B
— Rishi (@sixteen___10) January 27, 2023
Hope you're watching everything SAI BABA🙌🏻 ~ Prithvi Shaw#INDvNZ #INDvsNZ #INDVsNZT20#PrithviShaw pic.twitter.com/dflSbwTcqA
— Divyansh khanna (@meme_lord2663) January 27, 2023
No Prithvi Shaw?!?!?!?! Shaw in T20Is can become someone like Gill in ODIs, a major future asset. Disheartening to see this.#PrithviShaw #INDvsNZ
— L (@l_a_k_s_h_y_a_) January 27, 2023
ভারতীয় টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষুব্ধ এক ব্যক্তি লেখেন, 'টিম ম্যানেজমেন্টই পৃথ্বীর কেরিয়ারটা নষ্ট করে দেবে।' হার্দিক অবশ্য শুভমনের ফর্ম দেখেই তাঁকে আগে সুযোগ দেওয়া হয়। তবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ঈশান বা শুভমন, দুই ওপেনারের কেউই রান পাননি। শুভমন সাত ও ঈশান মাত্র চার রানে সাজঘরে ফেরেন। ভারত ২১ রানে প্রথম ওয়ান ডে ম্যাচে পরাজিত হয়। এরপর রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পৃথ্বী একাদশে সুযোগ পান কি না সেটাই দেখার।
পিচ নিয়ে ক্ষোভ
বল ও ব্যাট হাতে ভারতের হয়ে কার্যত একাই লড়েছেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। ম্যাচ শেষে সেই কথা মনে করিয়ে দিতে ভোলেননি ভারতীয় অধিনায়ক হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। পাশাপাশি পরাজয়ের পর রাঁচির পিচ নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন হার্দিক।
ম্যাচের পর ওয়াশিংটনের প্রশংসায় পঞ্চমুখ হার্দিক বলেন, 'যেভাবে ওয়াশিংটন বল, ব্যাট ও ফিল্ডিং, তাতে মনে হচ্ছিল ভারত বনাম নিউজিল্য়ান্ড ম্যাচ হচ্ছে না, ওয়াশিংটন একাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলছে। ও আর অক্ষর যদি এভাবেই পারফর্ম করতে থাকে, তাহলে তা ভারতীয় ক্রিকেটের জন্য দারুণ খবর।' এই পরাজয়ের জন্য পিচকে দুষে তিনি বলেন, 'কেউ বুঝতে পারেনি যে এই পিচটা এমন হবে। দুই দলের কেউই বুঝতে পারেনি যে পিচ এমন খেলবে। তবে নিউজিল্যান্ড ভাল ক্রিকেট খেলেছে। নতুন বল তো পুরনো বলের থেকেও বেশি ঘুরছিল। যেভাবে বল ঘুরছিল তা আমাদের সকলকেই অবাক করে দেয়।'
তবে শুরুতেই ভারতের ওপেনাররা সাজঘরে ফেরার পর একসময় সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ড্য ৬৮ রান যোগ করেছিলেন। তবে পর পর দুই ওভারে সূর্য ৪৭ ও হার্দিক ২১ রানে সাজঘরে ফেরেন। এরপরে ওয়াশিংটন একা ব্যাট হাতে লড়াই করলেও, তাঁকে কেউই সঙ্গ দেননি। পরপর উইকেট হারালেও সূর্যকুমারের সঙ্গে ব্যাট করার সময় জয়ের বিষয়ে তিনি আত্মবিশাসী ছিলেন বলেই জানান হার্দিক। তবে শেষমেশ ভারতীয় অধিনায়ক স্বীকার করে নিচ্ছেন যে দলের বোলারারর একটু বেশিই রান খরচ করে ফেলেন। 'আমি আর সূর্যকুমার যখন ব্যাট করছিলাম, তখন জয়ের বিষয়ে আমি আত্মবিশ্বাসী ছিলাম। তবে শেষমেশ বলতেই হচ্ছে আমরা ২৫ রান মতো বেশি দিয়ে ফিলেছি।' মত হার্দিকের।
আরও পড়ুন: ১ ওভারে ২৭ রান! করলেন নো বলও, ফের কড়া সমালোচনার মুখে অর্শদীপ