Kohli Reaction Viral: স্যান্টনারের স্বপ্নের বলে বোল্ড হয়ে কিউয়ি তারকাকে বাহবা জানালেন কোহলিও
IND vs NZ: গত চার ইনিংসে তিনটি শতরান হাঁকালেও স্যান্টনারের বলে আজকের ম্যাচে মাত্র আট রানে আউট হন বিরাট কোহলি।
হায়দরাবাদ: বিগত চার ওয়ান ডে ইনিংসে তিন শতরান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে (IND vs NZ 1st ODI) মাঠে নামার আগে দুরন্ত ছন্দে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। হায়দরাবাদে রাজীপ গাঁধী স্টেডিয়ামে ফের একবার 'বিরাট জাদু' দেখার প্রত্যাশায় ছিলেন ভারতীয় সমর্থকরা। তবে বড় রান করতে ব্য়র্থ হলেন কোহলি। সৌজন্যে মিচেল স্যান্টনারের এক অনবদ্য বল।
কোহলির বাহবা
রোহিত-গিলের অর্ধশতরানের পার্টনারশিপের পর কোহলির সামনে সুযোগ ছিল ভারতের ভিত আরও মজবত করার। তবে ১৬তম ওভারের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে। স্যান্টনারের 'স্বপ্নের' বল কোহলির অফস্টাম্প উড়িয়ে দেয়। স্যান্টনারের দুরন্ত বল বিশ্বের যে কোনও ব্যাটারেরই রক্ষণ ভাঙার জন্য যথেষ্ট ছিল। কোহলিও কিন্তু আউট হয়ে নিজের অঙ্গভঙ্গির মাধ্যমে স্যান্টনারকে বাহবাই দেন। অবশ্য কোহলি রান না পেলেও এদিন হায়দরাবাদে শুভমন গিল অনবদ্য দ্বিশতরান হাঁকান।
Bowled! Santner beats Kohli to silence the stadium #INDvNZ pic.twitter.com/T9rB2o1p0P
— Ritwik Ghosh (@gritwik98) January 18, 2023
প্রথম ইনিংস
ভারতের ৩৪৯ রানের মধ্যে একা শুভমনই করলেন ২০৮ রান। তাঁর দাপট কতটা ছিল, সেই ছবিটা তুলে ধরার জন্য একটা তথ্যই যথেষ্ট। শুভমনের পর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার রোহিত শর্মা। কত করেছেন ভারত অধিনায়ক? ৩৪!
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে হেনরি শিপলে ৯ ওভারে ৭৪ রান খরচ করেন। ১০ ওভারে ৭৭ রান দেন লকি ফার্গুসন। গোটা ইনিংসে একবারই সুযোগ দিয়েছিলেন শুভমন। শিপলের বলে তাঁরই হাতে ফিরতি ক্যাচ দিয়েছিলেন। কিন্তু ফলো থ্রু তে সেই ক্যাচ তালুবন্দি করতে পারেননি শিপলে। শুভমনের রান তখন ১২৪। তারপর যেন আরও আগ্রাসী ব্যাটিং শুরু করেন তিনি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে তিরুঅনন্তপুরমে শেষ ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরি করেও মন খারাপ ছিল তাঁর। ম্যাচের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে শুভমন গিল বলেছিলেন, আরও বড় ইনিংস খেলা উচিত ছিল তাঁর। ভেতর ভেতর তিনি যে কতটা ফুটছিলেন, তা বোঝা গেল হায়দরাবাদে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে। কিউয়ি বোলারদের নিয়ি ছিনিমিনি খেললেন পাঞ্জাবের ক্রিকেটার। শেষ পর্যন্ত ১৪৯ বলে ২০৮ রান করলেন। গিলের ব্যাটিং বিক্রমে ভর করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আট উইকেটে ৩৪৯ রান তুলল ভারত। কিউয়িদের সামনে ৩৫০ রানের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল।
আরও পড়ুন: মাত্র ১৯ ওয়ান ডে-তে সেঞ্চুরির হ্যাটট্রিক! দুরন্ত ছন্দে শুভমন, অল্পের জন্য বাঁচল ধবনের রেকর্ড