(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs NZ 2nd Test: পুণেতে কেন হারতে হল ভারতীয় দলকে? জানালেন অধিনায়ক রোহিত শর্মা
India vs New Zealand: পুণেতে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ১১৩ রানে পরাজিত হয়ে তিন টেস্টের সিরিজ়ে পরাজিত হল ভারতীয় দল।
পুণে: ১২ বছরে প্রথমবার। ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু ও পুণে, পরপর দুই ম্যাচ হেরে টেস্ট সিরিজ় খোয়াতে হয়েছে ভারতীয় দলকে। পুণেতে (IND vs NZ 2nd Test) ১১৩ রানে পরাজিত হয় ভারতীয় দল। টিম ইন্ডিয়ার পরাজয়ের কারণ কী?
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) কিন্তু দলের ব্যাটারদের দিকেই আঙুল তুললেন, যদি তাঁর দাবি এটা দলগত ব্যর্থতা। তাঁর মতে টিম ইন্ডিয়া দুই ইনিংসেই খারাপ ব্যাটিং তো করেইছে, পাশাপাশি সুযোগ এলেও তা কাজে লাগাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তাঁর দল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিতকে বলতে শোনা যায়, 'এমটা হবে, তা একেবারেই ভাবিনি। নিউজ়িল্যান্ডকেও বাহবা দিতেই হবে। ওরা আমাদের থেকে ভাল ক্রিকেট খেলেছে। আমরা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। চ্যালেঞ্জ নিতে ব্যর্থ হয়েছি। ব্যাট হাতে বোর্ডে রান তুলতে পারিনি আমরা। ২০টি উইকেট জিততে গেলে নেওয়া প্রয়োজনীয় অবশ্যই, তবে ব্যাটারদেরও তো রান করতে হবে। ওদের ২৫০ রানে রুখতে পারাটা বড় ব্যাপার ছিল। কিন্তু আমরা জানতাম যে আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে।'
তিনি আরও যোগ করেন, 'এই পিচে খুব বেশি তো কিছু হচ্ছিল না। আমরা ব্যাটিংটাই ভাল করতে পারিনি। প্রথম ইনিংসে আরেকটু ভাল ব্যাট করতে পারলে হয়তো ছবিটা ভিন্ন হলেও, হতে পারত। এবার ওয়াংখেড়েতে নিজেদের সেরাটা দিয়ে জেতাই লক্ষ্য। আমি শুধু ব্যাটার বা বোলারদের ব্যর্থতার দিকে আঙুল তোলার মতো লোক নই। এটা দলগত ব্যর্থতা। আমরা পরের ম্যাচে আরও ভাল পরিকল্পনা ও উদ্যম নিয়ে মাঠে নামব।'
A tough loss for #TeamIndia in Pune.
— BCCI (@BCCI) October 26, 2024
Scorecard ▶️ https://t.co/YVjSnKCtlI #INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/PlU9iJpGih
পুণেতে নিউজ়িল্যান্ডের স্পিনারদের সামনে কেঁপে গেল ব্যাটিং। শনিবার, টেস্টের তৃতীয় দিন ৩৫৯ রান তাড়া করতে নেমে ২৪৫ রানে গুটিয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস। ১১৩ রানে ম্যাচ জিতে সিরিজ ২-০ করে ফেলল নিউজ়িল্যান্ড। মুম্বইয়ের ওয়াংখেড়েতে সিরিজ়ের শেষ ম্যাচ এখন কার্যত নিয়মরক্ষার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিরাট, রোহিতদের ব্যর্থতার দিনেও ভারতীয় হিসাবে সর্বকালীন ইতিহাস গড়লেন যশস্বী জয়সওয়াল