IND vs NZ 3rd T20I: পূর্ব পরিকল্পনা নয়, পরিস্থিতি বুঝে সিদ্ধান্তেই সাফল্য, সিরিজ জয়ের পর দাবি হার্দিকের
Hardik Pandya: তিন ম্যাচের সিরিজে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পাণ্ড্য। ভারতীয় অধিনায়ক তিন ম্যাচে মোট ৬৬ রান করার পাশাপাশি পাঁচ উইকেট নেওয়ায় সিরিজ সেরাও ঘোষিত হয়েছেন।
![IND vs NZ 3rd T20I: পূর্ব পরিকল্পনা নয়, পরিস্থিতি বুঝে সিদ্ধান্তেই সাফল্য, সিরিজ জয়ের পর দাবি হার্দিকের IND vs NZ 3rd T20I: Hardik Pandya credits staff members after claiming man of the series IND vs NZ 3rd T20I: পূর্ব পরিকল্পনা নয়, পরিস্থিতি বুঝে সিদ্ধান্তেই সাফল্য, সিরিজ জয়ের পর দাবি হার্দিকের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/02/0faa533ab6061d9351dce5719d90fe231675310434567507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আমদাবাদ: রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো সিনিয়রদের অনুপস্থিতিতেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্তভাবে টি-টোয়েন্টি (IND vs NZ T20I) সিরিজ জিতে নিয়েছে তরুণ ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। ভারতীয় অধিনায়ক তিন ম্যাচে মোট ৬৬ রান করার পাশাপাশি পাঁচ উইকেট নেওয়ায় সিরিজ সেরাও ঘোষিত হয়েছেন। তবে এই পুরস্কারটি তিনি দলের গোটা সাপোর্ট স্টাফের সঙ্গেই ভাগ করে নিতে আগ্রহী।
নিজের সিদ্ধান্তে বাজিমাত
ম্যাচ শেষে সিরিজ সেরার পুরস্কার পেয়ে হার্দিক বলেন, 'সত্যি বলতে আমার এই সিরিজ সেরার পুরস্কারটা গোটা সাপোর্ট স্টাফের পাওয়া উচিত।' হার্দিক স্পষ্ট জানান পূর্ব নির্ধারিত পরিকল্পনা নয়, ম্যাচের পরিস্থিতি অনুযায়ীই তিনি বরাবর সিদ্ধান্ত নেওয়া পছন্দ করেন এবং এই ফলেই সাফল্যও এসেছে। 'আমি বরাবরই ম্যাচের পরিস্থিতি বুঝে সেই সময়ে যা করণীয়, সেই মতোই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। পূর্ব নির্ধারিত পরিকল্পনার ভরসায় থাকি না। অধিনায়কত্ব হোক বা জীবন, আমি একটি বিষয় সবসময় মেনে চলি, যদি আমায় হারতেই হয়, তাহলে আমি নিজের সিদ্ধান্ত, নিজের দোষে হারব। তাই দিনের শেষে আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিই।' দাবি হার্দিকের।
আমদাবাদের মাঠেই গত মরসুমের আইপিএল ফাইনালে গুজরাত টাইটান্স অধিনায়ক হিসাবে খেতাব জিতেছিলেন হার্দিক। সেই দিনের পিচ থেকে গতকালের ম্যাচের পিচ হালকা ভিন্ন ছিল বলেই মনে করেন হার্দিক। ভারতীয় অধিনায়ক বলেন, 'আইপিএল ফাইনালের দ্বিতীয় ইনিংসের উইকেটায় আরও মদত ছিল। আমরা এইসব ম্যাচগুলিতে বারবার চাপের মুখে পড়তে চাই, যাতে বড় বড় টুর্নামেন্টগুলিতে চাপ সামলাতে আমাদের কোনও অসুবিধা না হয়।' এদিনের ম্যাচে দুরন্ত শতরান করে ভারতের জয়ের ভিত গড়েন শুভমন গিল। তিনি শতরানের পর অধিনায়ক হার্দিককেই ধন্যবাদ জানান।
শুভমনের ধন্যবাদ
ম্যাচ শেষে শুভমন জানান অধিনায়ক হার্দিক পাণ্ড্যই তাঁকে বাকি বিষয়ের চিন্তা না করে নিজের স্বাভাবিক খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, 'যখন নেটে কোনওকিছুর অনুশীলন করি এবং ম্যাচে তা কার্যকর করতে সক্ষম হই, তখন ভালই লাগে। দলের জন্য বড় রানের ইনিংস খেলাটা বেশ আনন্দদায়কই বটে। প্রত্যেকের ছয় মারার টেকনিকটা ভিন্ন। হার্দিক ভাই আমাকে আমার স্বাভাবিক খেলাটা খেলার পরামর্শ দিয়েছিলেন। ওঁ আমায় বলেছিলেন বাড়তি কিছু করার কোনও প্রয়োজন নেই।'
আরও পড়ুন: রেকর্ড গড়ে ১৬৮ রানে কিউয়িদের হারিয়ে সিরিজ জয় ভারতের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)