IND vs NZ Day 2 Tea Update: ১৮৮ রানে এগিয়ে নিউজ়িল্যান্ড, হাতে ৮ উইকেট, মোড় ঘোরাতে পারবে ভারত?
India vs New Zealand: ভারতের চেয়ে ১৮৮ রানে এগিয়ে গিয়েছে নিউজ়িল্যান্ড। হাতে রয়েছে এখনও ৮ উইকেট। ম্যাচে ফিরতে হলে নাটকীয় কিছু করতে হবে ভারতীয় বোলারদের।
পুণে: প্রথম ইনিংসে ১০৩ রানের বিরাট লিড হজম করতে হয়েছে ভারতকে (India vs NZ)। ম্যাচের মোড় ঘোরাতে দ্বিতীয় ইনিংসে বলে, ব্যাটে দাপট দেখাতে হবে টিম ইন্ডিয়াকে। ম্যাচের মোড় কি ঘুরবে?
স্পিনাররা চেষ্টা শুরু করেছেন। নিউজ়িল্যান্ড দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন চা পানের বিরতি পর্যন্ত ৮৫ রানে ২ উইকেট হারিয়েছে। দুটি উইকেটই ভারতীয় স্পিনারদের। প্রথম ইনিংসে সাত উইকেট নেওয়া ওয়াশিংটন সুন্দর প্রথম ধাক্কা দেন ডেভন কনওয়েকে ফিরিয়ে। তারপর উইল ইয়ংকে তুলে নিয়েছেন আর অশ্বিন। সব মিলিয়ে ভারতের চেয়ে ১৮৮ রানে এগিয়ে গিয়েছে নিউজ়িল্যান্ড। হাতে রয়েছে এখনও ৮ উইকেট। ম্যাচে ফিরতে হলে নাটকীয় কিছু করতে হবে ভারতীয় বোলারদের।
আরও পড়ুন: কোহলির ব্যাটিং-ভিডিও দেখে অস্ট্রেলিয়ায় বোলারদের শাসনের প্রস্তুতি নিচ্ছেন বাংলার ক্রিকেটার
It's Tea on Day 2 of the second #INDvNZ Test!
— BCCI (@BCCI) October 25, 2024
2⃣ strikes with the ball before the break for #TeamIndia! 👌 👌
The Third & Final Session of the Day to begin soon! ⌛️
Scorecard ▶️ https://t.co/YVjSnKCtlI@IDFCFIRSTBank pic.twitter.com/TSGJ1BmCBE