IND vs NZ Day 3 Highlights: দিনের শেষ বলে বিরাট ধাক্কা, কোহলিকে হারালেও অলৌকিকের স্বপ্ন দেখছে ভারত
Virat Kohli: গ্লেন ফিলিপ্সের বলটি কোনওমতে খেলে দিয়ে দিনটি শেষ করতে চেয়েছিলেন কোহলি। সেই বল তাঁর ব্যাটের কানায় সামান্য স্পর্শ করে চলে যায় উইকেটকিপার টম ব্লান্ডেলের হাতে।
বেঙ্গালুরু: শুক্রবার রাতে ঘুমোতে পারবেন তো বিরাট কোহলি (Virat Kohli)?
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু (India vs New Zealand) টেস্টের তৃতীয় দিনের শেষ বলে আউট হলেন বিরাট কোহলি। তৃতীয় উইকেটে সরফরাজ খানের সঙ্গে ১৬৩ বলে ১৩৬ রান যোগ করে ম্যাচের রং পাল্টে দিচ্ছিলেন। নিউজ়িল্যান্ডের চেয়ে ৩৫৬ রানে পিছিয়ে পড়েও ভারত যে প্রত্যাঘাতের স্বপ্ন দেখছে, তার মঞ্চ তৈরি করে দিয়েছিলেন কোহলি ও সরফরাজ।
কিন্তু দিনের শেষ বলে ৭০ রান করে ফিরলেন কোহলি। গ্লেন ফিলিপ্সের বলটি কোনওমতে খেলে দিয়ে দিনটি শেষ করতে চেয়েছিলেন কোহলি। সেই বল তাঁর ব্যাটের কানায় সামান্য স্পর্শ করে চলে যায় উইকেটকিপার টম ব্লান্ডেলের হাতে। আল্ট্রা এজ প্রযুক্তিতেও দেখা যায়, বল ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় ক্ষীণ একটা দাগ। মাঠের জায়ান্ট স্ক্রিনে দেখে যেন বিশ্বাসই হচ্ছিল না খোদ বিরাটের। মাথা নাড়তে নাড়তে ড্রেসিংরুমে ফিরলেন।
ভারতের প্রত্যাঘাত বড়সড় ধাক্কা খেল ক্রিজে সেট হয়ে যাওয়ার পরেও বিরাট আউট হয়ে যেতে। এদিনই যিনি টেস্ট ক্রিকেটে ৯ হাজার রান পূর্ণ করলেন।
তবে কোহলি ও সরফরাজের জুটি ইতিবাচক মানসিকতার বিজ্ঞাপন হয়ে রইল। সারাদিনে উঠল ৪৫৩ রান। চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা দেখতে আসা মানুষ যে পয়সা উসুল করে বাড়ি ফিরলেন, বলার অপেক্ষা রাখে না। রাচিন রবীন্দ্রর দুরন্ত সেঞ্চুরিতে ৩৫৬ রানের বিশাল লিড নিয়েছিল নিউজ়িল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ম্যাচ বাঁচানোর জন্য রক্ষণের খোলসে ঢুকে যায়নি ভারত। বরং রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের জুটি আগ্রাসী মেজাজেই ব্যাটিং করে। দুজনে ১৭.১ ওভারে ৭২ রান যোগ করেন।
৫২ বলে ৩৫ রান করে আজাজ পটেলের বলে ফেরেন যশস্বী। ৬৩ বলে ৫২ রান করে পটেলের বলেই আউট হন রোহিতও। বিনা উইকেটে ৭২ থেকে ৯৫/২ হয়ে যায় ভারত। সেখান থেকে ফের পাল্টা লড়াই কোহলি ও সরফরাজের। শুভমন গিল না খেলায় এই টেস্টে তিন নম্বরে ব্যাটিং করছেন কোহলি। প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠলেন।
কোহলি ফিরলেও ৭০ রান করে ক্রিজে রয়েছেন সরফরাজ। মাত্র ৭৮ বলে ৭০ রানে অপরাজিত তিনি। ১০১ বলে ১০০ রান যোগ করে ফেলেছিলেন বিরাট ও সরফরাজ। বিরাটের একটি খোঁচা তালুবন্দি করতে পারেননি আজাজ। তবে দিনের শেষ বলে কোহলিকে ফিরিয়ে স্বস্তিতে নিউজ়িল্যান্ড। ভারতের স্কোর ২৩১/৩। নিউজ়িল্যান্ড এখনও ১২৫ রানে এগিয়ে।
আরও পড়ুন: আইপিএল নিলামে দিল্লির টেবিলে থাকছেন সৌরভ, ২০২৭ সালে ফিরবেন ডিরেক্টর পদে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।