IND vs NZ: আনফিট উইলিয়ামসন, তবে ভারতের বিরুদ্ধে ফিরছেন কিউয়ি তারকা বোলার টিম সাউদি
New Zealand Cricket Team: বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচে বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন।
ধর্মশালা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই ধর্মশালা সুদৃশ্য এইপিসিএ স্টেডিয়ামে এখনও পর্যন্ত বিশ্বকাপের দুই অপরাজিত দল ভারত ও নিউজ়িল্যান্ড একে অপরের মুখোমুখি হতে চলেছে। সেই ম্যাচের আগে ভারত এবং নিউজ়িল্যান্ড, উভয় শিবিরেই চোট আঘাতের সমস্যা রয়েছে। টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামতে পারবেন না তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। অপরদিকে, নিউজ়িল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনও চোটের কারণে নেই।
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে কেন উইলিয়ামসনের বুড়ো আঙুলে চোট লাগে। সেই চোট এখনও সারেনি বলেই জানিয়ে দেন কিউয়িদের স্ট্যান্ড ইন অধিনায়ক টম ল্যাথাম। তবে কিউয়ি দলে ফিরতে চলেছেন দলের তারকা ফাস্ট বোলার টিম সাউদি। ল্যাথাম দুই তারকার ফিটনেস আপডেট দিয়ে জানান, 'কেনের আঙুলের চোট এখনও সারেনি। ধীরে ধীরে চোটটা সারছে ও। আশা রাখছি টুর্নামেন্টে পরের দিকে ওকে পাওয়া যাবে। তবে টিম কিন্তু মাঠে নামার জন্য প্রস্তুত।'
বিগত দুই বিশ্বকাপের ফাইনালিস্ট নিউজ়িল্যান্ড। পরিবেশ, পরিস্থিতি যেমনই হোক না কেন, নিউজ়িল্যান্ড দলের তার সঙ্গে মানিয়ে নেওয়ার দক্ষতাই তাঁদের ধারাবাহিক পারফরম্যান্সের কারণ বলে জানান ল্যাথাম। 'পরিবেশ যেমনই হোক না কেন, আমরা সবসময় নিজেদের ঘরানার ক্রিকেট খেলতে পছন্দ করি। আমরা নিজেদের পরিকল্পনা মতোই খেলি এবং ম্যাচে যতটা সময় লড়াইয়ে টিকে থাকার চেষ্টা করি। আমাদের সাফল্যের এটাই আসল কারণ।' জানান কিউয়ি তারকা।
অপরদিকে, নিজের বোলিংয়ের সময় ফিল্ডিং করতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক (Hardik Pandya)। স্ক্যান রিপোর্ট এসেছে। সেই রিপোর্ট অনুযায়ী আগামী ২২ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দল পাবে না হার্দিককে। পরের ম্যাচে ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে মাঠে নামবে রোহিত বাহিনী। সেই ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন হার্দিক।
বাংলাদেশ ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ার পরই স্ক্যান করতে পাঠানো হয়। সেই স্ক্যান রিপোর্ট অনুযায়ী হার্দিককে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। এই সময়কালে বিসিসিআইয়ের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে থাকবেন হার্দিক। ভারতের আগামী ম্যাচ ২০ তারিখ ধর্মশালায়। দলের সঙ্গে সেখানে যাচ্ছেন না হার্দিক। তাঁর পরের ম্যাচ ভারতের লখনউয়ের একানা স্পোর্টস কমপ্লেক্সে। সেই ম্যাচের প্রস্তুতিতেই দলের সঙ্গে যোগ দেবেন এই তারকা অলরাউন্ডার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বিশ্বকাপে দুরন্ত ছন্দে টিম ইন্ডিয়া, বুমরা, সিরাজকেই সাফল্যের কৃতিত্ব দিচ্ছেন কুলদীপ