(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs NZ T20 Live Streaming: আজ কখন, কোথায় দেখবেন ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি?
IND vs NZ T20: প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ছিল ওয়েলিংটনে। কিন্তু বৃষ্টির জন্য একটি বলও খেলা সম্ভব হয়নি। পুরো ম্যাচ ভেস্তে গিয়েছিল। আজ বে ওভালে নামবে ২ দল।
বে ওভাল: প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের বাকি আর ২ ম্যাচ। আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্য়ান্ড। বে ওভালে কেন উইলিয়ামসনের ছেলেদের বিরুদ্ধে খেলতে নামবে হার্দিক পাণ্ড্যর নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দল।
টি-টােয়েন্টি সিরিজে ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় ম্যাচ কবে?
আগামীকাল, ২০ নভেম্বর, রবিবার ভারত বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি আয়োজিত হবে।
কোথায় হবে খেলা?
বে ওভালে হবে খেলা
কখন শুরু ভারত বনাম নিউজিল্য়ান্ড ম্যাচটি?
ভারতীয় সময় অনুযায়ী দুুপুর ১২টা থেকে শুরু ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচটি। টস হওয়ার কথা তার আধ ঘণ্টা আগে অর্থাৎ সকাল ১১.৩০-এ
কোথায় দেখা যাবে ভারত বনাম নিউজিল্যান্ড এই ম্যাচটি?
ডিডি স্পোর্টসে দেখা যাবে এই ম্যাচটি।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
অনলাইনে অ্যামাজন প্রাইম ভিডিওয় লাইভ স্ট্রিমিং হবে।
মাউন্ট মাউনগানুইতে হার্দিকদের অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন মাওরি উপজাতির সদস্যরা। প্রথা মেনে বিদেশি অভ্যাগতদের স্বাগত জানালেন মাওরি উপজাতির প্রতিনিধিরা। সেই অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন ভি ভি এস লক্ষ্মণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর হেড কোচ রাহুল দ্রাবিড়কে এই সফরে বিশ্রাম দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দ্রাবিড়ের পরিবর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশকে কোচিং করাচ্ছেন লক্ষ্মণ।
ভারতীয় ক্রিকেটারদের দেখা গিয়েছে খোশমেজাজে। ঈশান কিষাণ, যুজবেন্দ্র চাহালরা মাওরি উপজাতিদের প্রথা মেনে নিজেরাও মেতে ওঠেন। উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টির দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। তাঁর বদলে এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পাণ্ড্য। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি বিরাট কোহলিকেও। তাঁকেও বিশ্রাম দেওয়া হয়েছে।
সূত্রের খবর, টি-টােয়েন্টি ফর্ম্যাটে হার্দিককে স্থায়ীভাবে অধিনায়ক করতে পারে ভারতীয় বোর্ড। সূত্রের খবর, রোহিত শর্মার পরিবর্তে কুড়ির ফর্ম্যাটের জন্য হার্দিক পাণ্ড্যকেই অধিনায়ক করা হতে পারে।