Rahul Dravid: অধিনায়ক দ্রাবিড়ের কলঙ্ক ধুয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ়েই? কোচ হিসাবে শেষ ম্যাচের আগে কী বলছেন?
IND vs S Africa T20 World Cup Final: ভারতীয় দলের কোচ হিসাবে তাঁর শেষ ম্যাচ। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) ফাইনালের ফল যাই হোক না কেন, ভারতীয় দলের কোচের পদে আর দেখা যাবে না দ্রাবিড়কে।
বার্বাডোজ়: ভারতীয় দলের কোচ হিসাবে তাঁর শেষ ম্যাচ। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) ফাইনালের ফল যাই হোক না কেন, ভারতীয় দলের কোচের পদে আর দেখা যাবে না দ্য ওয়াল রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid)।
আর জাতীয় দলের কোচ হিসাবে নিজের শেষ ম্যাচের আগে স্মৃতিমেদুর দ্রাবিড়। বলছেন, 'সেরা স্মৃতি হয়ে থাকবে যে সম্পর্কগুলো তৈরি করেছি, সেগুলোই।'
শনিবার বার্বাডোজ়ের কেনসিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত। টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজেয় দুই দলই। দক্ষিণ আফ্রিকা এই প্রথম কোনও বিশ্বকাপের ফাইনালে খেলবে। আর ভারতের সাত মাসের মধ্যে এটা দ্বিতীয় ফাইনাল। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপে যখন মুখ থুবড়ে পড়েছিল টিম ইন্ডিয়া, জাতীয় দলের অধিনায়ক ছিলেন দ্রাবিড়। সেই কলঙ্ক ভুলিয়ে দিতে পারে কোচ হিসাবে সেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই টি-২০ বিশ্বকাপ জয়। কোচ হিসাবে সেটাই হয়তো দ্রাবিড়ের সেরা বিদায়ী সংবর্ধনাও হবে।
২০২১ সালের টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের হেড কোচ হয়েছিলেন দ্রাবিড়। কোচ হিসাবে তাঁর শেষ ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেখানে দ্রাবিড় জানিয়েছেন, ভারতীয় দলের কোচ হিসাবে অনেক কিছুই তিনি শিখতে পেরেছেন। বলেছেন, 'আমি খুব উপভোগ করেছি। প্রত্যেক মুহূর্তে অনেক কিছু শিখেছি। গত আড়াই বছরে আমার পরিবারের সকলেও ভারতীয় ক্রিকেট নিয়ে আগ্রহী হয়ে পড়েছিল। আমার পরিবারও ভারতীয় দলের অংশ হয়ে উঠেছিল। আমার দুই ছেলে ক্রিকেট খেলছে।' যোগ করেছেন, 'ভারতীয় দলে যে পেশাদারিত্ব দেখেছি, বলে বোঝানো যাবে না। দারুণ কিছু ম্যাচ আমরা জিতেছি।'
🗣️🗣️“𝐅𝐨𝐧𝐝𝐞𝐬𝐭 𝐦𝐞𝐦𝐨𝐫𝐢𝐞𝐬 𝐰𝐢𝐥𝐥 𝐛𝐞 𝐭𝐡𝐞 𝐜𝐨𝐧𝐧𝐞𝐜𝐭𝐢𝐨𝐧𝐬 𝐈 𝐡𝐚𝐯𝐞 𝐛𝐮𝐢𝐥𝐭”
— BCCI (@BCCI) June 28, 2024
An eventful coaching journey in the words of #TeamIndia Head Coach Rahul Dravid, who highlights the moments created beyond the cricketing field ✨👏
𝘾𝙤𝙢𝙞𝙣𝙜 𝙎𝙤𝙤𝙣 on… pic.twitter.com/iiSb3LxgZ1
ভারত অধিনায়ক রোহিত শর্মা আগেই জানিয়েছিলেন যে, তিনি কোচ হিসাবে দ্রাবিড়কে থেকে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তবে তাতে লাভ হয়নি।
আরও পড়ুন: ৬ মাস আগে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব হারিয়েছিলেন, ভারতকে তুললেন ফাইনালে, রোহিতে মুগ্ধ দাদা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।