IND vs SA: রাঁচির পর রায়পুর, ফের এক বিরাট কৃতিত্ব নিজের নামে করার হাতছানি রোহিত শর্মার সামনে
Rohit Sharma: নিজের শেষ দুই ওয়ান ডে ম্যাচের একটিতে শতরান এবং পরেরটিতে অর্ধশতরান হাঁকিয়েছেন রোহিত শর্মা।

রাঁচি: প্রথম ওয়ান ডে ম্য়াচে রাঁচিতে এক বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। আন্তর্জাতিক ওয়ান ডেতে শাহিদ আফ্রিদির সর্বকালীন ছক্কার রেকর্ড ভেঙে দিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে (India vs South Africa) ফের একবার আরও একটি রেকর্ড ভাঙতে পারেন রোহিত।
গত ম্যাচে 'হিটম্যান'-র ব্যাট থেকে এসেছিল ৫৭ রানের ইনিংস। দুরন্ত ফর্ম অব্যাহত রেখেছেন রোহিত। সিডনিতে শতরানের পরের ম্য়াচেই আসে এই অর্ধশতরান। আজ রোহিতের হাফসেঞ্চুরিও হাঁকানোর প্রয়োজন নেই, রেকর্ড গড়ার জন্য তাঁর দরকার ৪১ রান। তিনি যদি রায়পুরে আজকের ইনিংসে আরও ৪১ রান করতে পারেন, তাহলেই রোহিত মাত্র চতুর্থ ভারতীয় ব্য়াটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের গণ্ডি পার করে ফেলবেন।
এর আগে ভারতীয়দের মধ্যে এই এলিট লিস্টে কেবল সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং রাহুল দ্রাবিড়ই প্রবেশ করতে পেরেছেন। স্বাভাবিকভাবে সচিন রানের বিচারে বাকি দুইজনের থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন। রোহিত এখনও পর্যন্ত আন্তর্জাতিক মঞ্চে মোট ৫০৩টি ম্যাচ খেলেছেন। ৪২.৪৬ গড়ে তাঁর মোট সংগ্রহ ১৯৯৫৯ রান। ৫০টি শতরানের পাশাপাশি ১১০টি অর্ধশতরানও করেছেন তিনি।
বুধবার, ৩ ডিসেম্বর দিনরাতের এই ম্য়াচের আগে ইতিমধ্যেই ভারত ও দক্ষিণ আফ্রিকা উভয় দলই শহরে পৌঁছে গিয়েছে। শহীদ বীরনারায়ণ সিংহ আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত হবে এই ম্য়াচ। এই স্টেডিয়ামে খুব বেশি আন্তর্জাতিক ম্য়াচ খেলাই হয়নি। ভারতীয় দল এখানে কেবল একটিমাত্র ম্যাচই খেলা হয়েছিল। সেই ম্যাচে নিউজ়িল্যান্ডকে মাত্র ১০৮ রানে অল আউট করে দিয়ে ভারত ২০ ওভারের মধ্যেই আট উইকেট হাতে রেখে জয় পেয়েছিল।
এছাড়া এই মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরেকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল ভারত। সেই ম্যাচেও ২০ রানে জয় পায় ভারতীয় দল। এবার দেখার পালা ভারত এই মাঠে তিনে তিন করতে পারে কি না। এই মাঠের পিচ কিন্তু সম্পূর্ণভাবে ব্যাটিং সহায়ক নয় বরং বেশ ভারসাম্যযুক্ত। পিচ থেকে স্পিনার এবং ফাস্ট বোলার, উভয়েই বেশ খানিকটা মদত পায়। তাই বুধবার এক টানটান ব্যাট বলের লড়াই দেখার সম্ভাবনা প্রবল। এই ম্যাচে ভারতীয় দল নিজেদের উইনিং কম্বিনেশন ভাঙবে কি না, সেইদিকে অনেকেরই নজর থাকবে।
















