IND vs SA: 'হার্দিক কী চায় গুরুত্বহীন, ভারত কী চায় সেটাই আসল', কামব্যাকে ম্যাচসেরা হয়ে দাবি পাণ্ড্যর
Hardik Pandya: কটকে ব্যাট হাতে ৫৯ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে এক উইকেটও নেন হার্দিক পাণ্ড্য।

কটক: সেই এশিয়া কাপের মাঝপথে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। তারপর দীর্ঘ সময় মাঠের বাইরেই ছিলেন তিনি। তবে কটকে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) জাতীয় দলে নিজের কামব্যাক ম্যাচেই দুরন্ত পারফর্ম করে ম্যাচের সেরা হলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। ব্য়াট হাতে দলের কঠিন সময়ে দুরন্ত ২৮ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলার পর বল হাতেও একটি উইকেট নেন হার্দিক।
এদিন হার্দিক যখন ব্যাট করতে নামেন, তখন ভারত চার উইকেট হারিয়ে বেশ চাপে। উপরন্তু দলের রান গতিও খুব একটা ভাল নয়। দুই একেবারে সিদ্ধহস্ত করেন তারকা অলরাউন্ডার। সাহসিকতা দেখিয়ে জোরে নয়, বরং তিনি বল টাইমিং করারই লক্ষ্যে ছিলেন বলে জানান হার্দিক। নিজের ব্যাটিং নিয়েও সন্তুষ্ট তিনি। তবে এতদিন পর মাঠে নেমে পারফর্ম করাটা তো একেবারেই সহজ ছিল না। কামব্যাকে ম্য়াচের পরেই নিজের ফিটনেস নিয়ে মুখ খুললেন হার্দিক।
5⃣9⃣* with the bat 😎
— BCCI (@BCCI) December 9, 2025
1⃣/1⃣6⃣ with the ball 🙌
For his impactful all-round show, Hardik Pandya is the Player of the Match 🏆
Scorecard ▶️ https://t.co/tiemfwcNPh #TeamIndia | #INDvSA | @hardikpandya7 | @IDFCFIRSTBank pic.twitter.com/4h9qRD2T3L
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হার্দিক জানান, 'বিগত ছয় সাত মাসটা আমার ফিটনেসের দিক থেকে বেশ ভালই ছিল। তবে বিগত ৫০ দিন আমি নিজের প্রিয়জনদের থেকে দূরে ছিলাম। এনসিএতে সম্পূর্ণ ফিট হওয়ার চেষ্টা করছিলাম। তারপর যখন এখানে এসে অবশেষে ওই পরিশ্রমের ফলাফল এমন হয়, তখন ভীষণ সন্তুষ্ট লাগে।'
সচরাচর টি-টোয়েন্টি হার্দিককে নতুন বল হাতেই দেখা যায়। তবে এদিন বুমরার সঙ্গে অর্শদীপ সিংহকেই নতুন বল হাতে দেখা যায়। পাওয়ার প্লের পরে বল করতে আসেন হার্দিক পাণ্ড্য। বোলার হার্দিকের ভিন্ন ভূমিকা প্রসঙ্গে তাঁকে জিজ্ঞেস করা হলে হার্দিক স্পষ্ট জানিয়ে দেন, 'ক্রিকেটার হিসাবে আমার ভূমিকা কী হবে না হবে, সেই নিয়ে আমি কোনদিন বেশি মাথা ঘামাইনি। আমি সবসময় এটাই চেষ্টা করে হার্দিক কী চাইছে গুরুত্বহীন, ভারত কী চাইছে সেটাই গুরুত্বপূর্ণ হয়। এই মানসিকতাটা আমায় সাহায্য করে। আমি সবসময় দলকে সবার আগে রাখতে চাই। এটাই আমার ইউএসপি।'
ভারতীয় সমর্থকরা চাইবেন আসন্ন ম্য়াচগুলিতেও হার্দিক যেন নিজের এই পারফরম্যান্স অব্যাহত রাখেন। তিনি ধারাবাহিকতা দেখাতে পারেন সেই দিকেই থাকবে নজর।



















