IND vs SA: এমনিই সিরিজ়ে এগিয়ে, গুয়াহাটি ম্যাচের আগে তারকা বোলারকে দলে নিয়ে আরও ধার বাড়াল দক্ষিণ আফ্রিকা!
India vs South Africa: রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে প্রোটিয়া শিবিরে ব্যাক আপ হিসাবে যোগ দিচ্ছেন লুঙ্গি এনগিদি।

নয়াদিল্লি: ইডেন গার্ডেন্সে ভারতের বিরুদ্ধে (India vs South Africa) প্রথম টেস্ট ম্যাচে ৩০ রানের ব্যবধানে দুরন্ত জয় পেয়ে দুই ম্যাচের সিরিজ়ে এগিয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। ২২ নভেম্বর থেকে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হবে দুই দল। তার আগেই দলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী তারকাকে নিয়ে নিল প্রোটিয়া শিবির।
ইডেনে প্রোটিয়া দলের তারকা ফাস্ট বোলার কাগিসো রাবাডা পাঁজরের চোটের কারণে খেলতে পারেননি। তাঁকে ছাড়াই অবশ্য দল জয় পেয়েছিল। তবে Cricbuzz-র রিপোর্ট অনুযায়ী দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে প্রোটিয়া শিবিরে ব্যাক আপ হিসাবে যোগ দিচ্ছেন লুঙ্গি এনগিদি। তাঁকে শেষবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রামধনুর দেশের হয়ে খেলতে দেখা গিয়েছিল।
রাবাডা দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় টেস্টেও খেলতে না পারলে তা নিঃসন্দেহেই বড় ধাক্কা হবে। তবে ২০টি টেস্ট খেলা এনগিদির কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। তাঁকে অবশ্য ভারতীয় সফর বা এর আগে প্রোটিয়া দলের পাকিস্তান সফরে রাখা হয়নি। তবে রাবাডার চোট সংশয়ে তিনি প্রোটিয়া দলের সঙ্গে যুক্ত হচ্ছেন বলেই খবর পাওয়া যাচ্ছে।
গিলকে নিয়ে সংশয়
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ সময়ের আগেই মাত্র আড়াই দিনে শেষ হয়ে গিয়েছে। তবে শহরেই রয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। মঙ্গলবার গুরু গম্ভীরের নির্দেশে ইডেনে অনুশীলনেও নেমেছিলেন ভারতীয় তারকাদের একাংশ। তবে ভারতীয় অধিনায়ক শুভমন গিলকে (Shubman Gill) ধারেকাছেও দেখা গেল না।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে স্যুইপ মারার পরেই ঘাড়ে টান অনুভব করেন গিল। তারপরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথম ইনিংসে তিনি রিটায়ার্ড হার্ট হন, দ্বিতীয় ইনিংসেও গিলকে ব্য়াটিংয়ে নামতে দেখা যায়নি। খবর অনুযায়ী সদ্যই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে ভারতীয় অনুশীলনে তিনি এলেন না।
খবর অনুযায়ী গিল বাকি ভারতীয় দলের সঙ্গে গুয়াহাটিতে সফর করবেন না। তাঁকে দ্বিতীয় টেস্টেও খেলতে দেখা যাবে না বলে বাড়ছে জল্পনা। তিনি যদি গুয়াহাটিতে একেবারেই খেলতে না পারেন, তাহলে ইডেনে দ্বিতীয় ইনিংসের মতোই ফের একবার টেস্ট দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থকে দলের অধিনায়কত্ব করতে দেখা যাবে। এদিন গিল অনুপস্থিত থাকলেও ধ্রুব জুড়েল, সাই সুদর্শন, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, আকাশ দীপদের অনুশীলন করতে দেখা গেল।




















