IND vs SA Probable XI: শামির বিকল্প কে? বক্সিং ডে টেস্টে কারা সুযোগ পাবেন ভারতের একাদশে?
Indian Cricket Team: মহম্মদ শামি চোটের জন্য গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। যা নিয়ে হাহুতাশ করছেন রোহিত।
সেঞ্চুরিয়ন: টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছিল অমীমাংসিতভাবে। ওয়ান ডে সিরিজ জিতেছিল ভারত (IND vs SA)। এবার লড়াই টেস্টের আঙিনায়। ৩১ বছরের ইতিহাসে কোনওদিন দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জেতেনি ভারত। এবার রোহিত শর্মার নেতৃত্বে ইতিহাস গড়ার হাতছানি।
সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে কেমন হবে ভারতের একাদশ? মহম্মদ শামি চোটের জন্য গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। যা নিয়ে হাহুতাশ করছেন রোহিত। বলেছেন, 'শামির না থাকাটা বিরাট ক্ষতি।' পেস আক্রমণভাগ সামলাবেন কারা? রোহিত জানিয়েছেন, যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ প্রথম টেস্টে খেলবেনই। তৃতীয় পেসার কে? মুকেশ কুমার ও প্রসিদ্ধ কৃষ্ণর মধ্যে যে কোনও একজন খেলবেন। রোহিত জানিয়েছেন, দলের ৭৫ শতাংশ নির্ধারিত হয়ে গিয়েছে। বাকিটা চূড়ান্ত হবে টিম মিটিংয়ের পর।
তবে দুই স্পিনার নয়, হয়তো শুধুমাত্র রবীন্দ্র জাডেজাকে নিয়েই একাদশ সাজাবে ভারত। যেহেতু সেঞ্চুরিয়নে বৃষ্টির পূর্বভাস রয়েছে এবং মেঘলা আবহাওয়ায় পেসাররা বেশি কার্যকরী হবেন, তাই চতুর্থ পেসার হিসাবে সুযোগ পেতে পারেন শার্দুল ঠাকুর।
দক্ষিণ আফ্রিকা শিবির অবশ্য কিছুটা স্বস্তিতে। কারণ, একটা সময় চোটের জন্য দলের দুই প্রধান পেসার - কাগিসো রাবাডা ও লুনগি এনগিডির খেলা নিয়ে ছিল প্রশ্ন। দুজনেরই গোড়ালিতে চোট ছিল। তবে দুজনই চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন। দক্ষিণ আফ্রিকার একাদশেই সম্ভবত থাকবেন। সঙ্গে মার্কো জানসেন ও জেরাল্ড কোয়েৎজ়ে - শক্তিশালী পেস বোলিং আক্রমণ নিয়েই নামবে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা মানেই বাড়তি বাউন্স ও গতি। ব্যাটারদের জন্য কঠিন পরীক্ষা। রোহিত বলছেন, 'ব্যাটার হিসাবে দক্ষিণ আফ্রিকায় ভাল খেলা চ্যালেঞ্জ। সবচেয়ে কঠিন এখানে ব্যাটিং করা। চ্যালেঞ্জ সামলাতে মুখিয়ে রয়েছি।' পাশাপাশি ভারতীয় অধিনায়কের সরল স্বীকারোক্তি, 'অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে ভাল খেলাটা চ্যালেঞ্জ। যারা প্রথমবার এসেছে, তাদের জন্যও পরীক্ষা। বোলাররা এখানে শাসন করে। বল আড়াআড়ি নড়াচড়া করে। তবে পরের দিকে উইকেট ভাঙে ও আরও কঠিন হয়ে যায়। অসমান বাউন্স থাকে পিচে। এই চ্যালেঞ্জের জন্য সকলকে তৈরি থাকতে হবে।'
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ ও মহম্মদ সিরাজ়
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: ডিন এলগার, এইডেন মারক্রাম, টোনি দি জোর্জি, তেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম/কিগান পিটারসেন, কাইল ভেরেইনে (উইকেটকিপার), মার্কো জানসেন, কেশব মহারাজ, জেরাল্ড কোয়েৎজ়ে, কাগিসো রাবাডা ও লুনগি এনগিডি