(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs SA: কোহলি থাকতেও, কেন দলকে নেতৃত্ব দিচ্ছেন 'দুর্বল' রোহিত? বিস্ফোরক ভারতীয় প্রাক্তনী
Indian Cricket Team: কোহলির নেতৃত্বে ভারত ৬৮টি টেস্টের ৪০টিতে জিতেছে ১৭টি হেরেছে।
নয়াদিল্লি: রামধনুর দেশের টেস্ট অধিনায়ক হিসাবে রোহিত শর্মার (Rohit Sharma) প্রথম ম্যাচ প্রবল হতাশায় সমাপ্ত হয়। দল তো ইনিংস এবং ৩২ রানে ম্যাচ হারেই, ব্যাটার রোহিতও সম্পূর্ণ ব্যর্থ হন। প্রথম ইনিংসে মাত্র পাঁচ করেন রোহিত। আর দ্বিতীয় ইনিংসে তো খাতাই খুলতে পারেননি। উভয় ক্ষেত্রেই তাঁকে কাগিসো রাবাডা সাজঘরে ফেরান। ম্যাচে অধিনায়ক রোহিতের পরিকল্পনা নিয়েও প্রশ্ন উঠে। প্রশ্ন তোলেন খোদ প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী।
সেনা দেশে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজ়িল্যান্ড, অস্ট্রেলিয়া) ভারত নিজেদের শেষ চার টেস্ট ম্যাচেই পরাজিত হয়েছে। এর জেরেই রোহিতকে প্রবল সমালোচনায় বিদ্ধ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এস ব্রদিনাথ (S Badrinath)। তাঁর মতে রোহিতের থেকে বিরাট কোহলি (iN) ব্যাটার হিসাবে বেশি ভাল এবং তাঁরই ভারতীয় টেস্ট দলকে নেতৃত্ব দেওয়া উচিত।
বদ্রিনাথ সম্প্রতি বলেন, 'টেস্ট অধিনায়ক হিসাবে কোহলির রেকর্ড তো দুর্দান্ত। অধিনায়ক হিসাবে ৫২-র গড়ে কোহলি পাঁচ হাজার রান করেছে। কোহলির নেতৃত্বে ভারত ৬৮টি টেস্টের ৪০টিতে জিতেছে ১৭টি হেরেছে। ওর নেতৃত্বেই তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা দুরন্ত সিরিজ় জয় পাই। ও গ্রেম স্মিথ, স্টিভ ওয়া এবং রিকি পন্টিংয়ে পর সফলতম টেস্ট অধিনায়ক।'
বদ্রিনাথ আরও যোগ করেন, 'ও কেন এখন টেস্ট দলকে নেতৃত্ব দিচ্ছে না? আমি এই যথার্থ প্রশ্নটা তুলতে চাই। রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাটিংয়ের কোনও তুলনাই হয়না। ও (কোহলি) টেস্ট ব্যাটার হিসাবে অনেক ভাল। বিশ্বের সবপ্রান্তে লাল বলের ক্রিকেটে ও রান করেছে। ওর থেকে দুর্বল একজন কেন দলকে নেতৃত্ব দিচ্ছে? টেস্ট ওপেনার হিসাবে ও তো এখনও নিজেকে প্রমাণিত করতে পারেনি। দেশের বাইরে তো টেস্টে তেমন রানও পায়নি।'
রোহিতের সামনে এই অপবাদ ঘুচিয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে অন্তত সিরিজ় ড্র করার হাতছানি রয়েছে। তবে তাঁর আগেই ভারতীয় শিবিরে উদ্বেগ। সেঞ্চুরিয়নে অনুশীলনের সময় চোট পান শার্দুল ঠাকুর। ব্যাটিংয়ের সময় থ্রো ডাউনের বিরুদ্ধে খেলতে গিয়ে বাঁ কাঁধে আঘাত পান শার্দুল। তবে ভারতীয় অলরাউন্ডারের চোট তেমন গুরুতর নয় বলেই খবর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: লাল বলের ক্রিকেটে বারবার ব্যর্থ, তরুণ গিলকে কী পরামর্শ দিলেন কিংবদন্তি গাওস্কর?