Shubman Gill: লাল বলের ক্রিকেটে বারবার ব্যর্থ, তরুণ গিলকে কী পরামর্শ দিলেন কিংবদন্তি গাওস্কর?
Indian Cricket Team: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে যথাক্রমে দুই ও ২৬ রান করেন গিল। ইনিংস ও ৩২ রানে ম্যাচ হারে ভারতীয় দল।
নয়াদিল্লি: ২০২৩ সাল ব্যাটার শুভমন গিলের (Shubman Gill) জন্য দুরন্ত কেটেছে। বছরে দুই হাজারের অধিক রান করেছেন তিনি। তবে গিলের সাফল্যের সিংহভাগটাই এসেছে সীমিত ওভারের ফর্ম্যাটে। লাল বলের ক্রিকেটে রান করতে বেশ চাপেই পড়তে হয়েছে তাঁকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টেও (IND vs SA) বড় রান করতে ব্যর্থ হন গিল। দুই ইনিংসে যথাক্রমে দুই ও ২৬ রান করেন তিনি। টেস্টে কী করলে সাফল্য পাবেন? কোথায় হচ্ছে গলতি? ভারতের তরুণ টপ অর্ডার ব্যাটারকে সেই পরামর্শই দিলেন কিংবদন্তি সুনীল গাওস্কর (Sunil Gavaskar)।
গিল এখনও পর্যন্ত ১৯ টি টেস্টে মাত্র ৩১.০৬ গড়ে রান করেছেন। সেঞ্চুরিয়নে ওপেনিংয়ের বদলে তিন নম্বরে ব্যাট করতে নামেন শুভমন গিল। তাতেও অবশ্য তাঁর ভাগ্য বদলায়নি। অনেকেই ভারতীয় টেস্ট একাদশে গিলের জায়গা পাওয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তোলা শুরু করে দিয়েছেন। গাওস্কর নিজেও ভারতের হয়ে টপ অর্ডারেই ব্য়াট করতেন। প্রাক্তন তারকা তাই শুভমনের পরিস্থিতির বিষয়ে বেশ অবগত হবেন। প্রাক্তন ভারতীয় অধিনায়কের মতে গিলকে টেস্ট ক্রিকেটে তাঁর আগ্রাসন খানিকটা কমিয়ে আনতে হবে।
গাওস্কর বলেন, 'আমার মতে ও টেস্ট ক্রিকেটে একটু বেশিই আগ্রাসী ব্যাটিং করার চেষ্টা করছে। টি-টোয়েন্টি আর ওয়ান ডে থেকে টেস্ট ক্রিকেটে সামান্য কিছু পার্থক্য তো আছেই। পার্থক্যটা বলের। সাদা বলের তুলনায় লাল হাওয়ায় এবং পিচে পড়ার পর, উভয় ক্ষেত্রেই বেশি মুভ করে। এর বাউন্সটাও খানিক বেশি। এই কথাগুলো ওর মাথায় রাখা উচিত। শুভমন গিল তো দারুণভাবে ওর কেরিয়ার শুরু করেছে। আমরা ওর খুব প্রশংসাও করেছি। আমরা এখন কেবল ওর ফর্মে ফেরার অপেক্ষা করতে পারি। আশা করছি ও কড়া অনুশীলন সেরে ভবিষ্যতে আরও অনেক সাফল্য পাবে।'
প্রথম টেস্ট হারের পর ভারতীয় দল দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ় ড্র করতে মরিয়া হয়ে মাঠে নামবে। সেই ম্যাচের জন্য কিন্তু টিম ইন্ডিয়ার একাদশে কিছু বদলও ঘটতে পারে। সেঞ্চুরিয়নে টেস্টে অভিষেক হয়েছিল প্রসিদ্ধ কৃষ্ণর (Prasidh Krishna)। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি ডানহাতি এই পেসার। ২০ ওভার বলে করে মাত্র ২টো ওভার মেডেন দিয়েছিলেন প্রসিদ্ধ। ১ উইকেট ঝুলিতে পুরলেও ৯৩ রান খরচ করেছেন তিনি। ইকনমি রেট সাড়ে চারের বেশি। এই পরিস্থিতিতে দ্বিতীয় টেস্টে প্রসিদ্ধর পরিবর্তে বাংলার মুকেশ কুমারকে খেলানোর চিন্তাভাবনা করছে টিম ম্যানেজমেন্ট।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: নেটে ব্য়াটিং করার সময় কাঁধে চোট! ভারতীয় শিবিরের উদ্বেগ বাড়াচ্ছেন শার্দুল