IND vs SL 3rd T20 Live: ৯১ রানের বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতল ভারত
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা ছয় সিরিজ জিতল ভারতীয় দল। সিরিজ নির্ণায়ক ম্যাচে সূর্যকুমার যাদবের শতরানে ভর করেই জয় পেল টিম ইন্ডিয়া।
LIVE
Background
রাজকোট: একদিকে ঘরের মাঠে টি-টোয়েন্টি ফর্ম্যাটে টানা ১১ দ্বিপাক্ষিক সিরিজ অপরাজিত থাকার রেকর্ড। অন্যদিকে সিরিজে সমতা ফিরিয়ে চনমনে শ্রীলঙ্কা শিবির। শনিবার রাজকোটে ভারত বনাম শ্রীলঙ্কা (Ind vs SL) টি-টোয়েন্টি সিরিজের ফয়সালা হবে।
২০১৯ সালে অস্ট্রেলিয়ার কাছে দেশের মাটিতে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারতে হয়েছিল ভারতকে। তারপর থেকে টানা ১১ সিরিজে অপরাজিত ভারত। সেই রেকর্ড অক্ষুণ্ণ থাকবে? টানা ১২ সিরিজ জয়ের সাফল্য পাবে ভারত? নাকি শেষ হাসি হাসবে শ্রীলঙ্কা? মুম্বইয়ে প্রথম ম্যাচে মাত্র ২ রানে হেরে যাওয়ার পর পুণেতে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। অক্ষর পটেল ও সূর্যকুমার যাদবের ব্যাট হাতে লড়াই ব্যর্থ করে দিয়ে ১৬ রানে ম্যাচ জিতে নিয়েছেন দাসুন শনাকারা। তিন ম্যাচের সিরিজ আপাতত ১-১। শনিবার রাজকোটে যে দল জিতবে, ট্রফি তাদের।
রাজকোটের পিচকে অনেকে বলে থাকেন, হাইওয়ের মতো। বল পড়ে দ্রুত গতিতে আর সমান বাউন্সে ব্যাটে আসে। শট খেলতে যাঁরা ভালবাসেন, সেই সমস্ত ব্যাটসম্যানের কাছে স্বপ্নের মতো। তাই বড় স্কোর ওঠার পূর্বাভাস করছেন কিউরেটর। তাই বোলারদের ওপর অনেকটাই দাঁড়িয়ে থাকবে ম্যাচের ভাগ্য। যে দলের বোলাররা কম রানে প্রতিপক্ষকে বেঁধে রাখতে পারবেন, সেই দলের অ্যাডভান্টেজ।
IND vs SL 3rd T20 Updates: ৯১ রানে জয়
১৩৭ রানেই অল আউট হয়ে গেল শ্রীলঙ্কা। ৯১ রানে তৃতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজ জিতল ভারতীয় দল। ম্যাচে তিন উইকেটে নিয়ে সমালোচকদের জবাব দিলেন অর্শদীপ সিংহ।
IND vs SL 3rd T20 Live Updates: জয়ের দোরগোড়ায় ভারত
শ্রীলঙ্কার শেষ ভরসা, অধিনায়ক দাসুন শানাকাও ২৩ রানে সাজঘরে ফিরলেন। ১৩৫ রানে নবম উইকেট হারাল শ্রীলঙ্কা। সাফল্য পেলেন অর্শদীপ সিংহ।
IND vs SL 3rd T20 Updates: উমরানের গতিতে পরাস্ত থিকসানা
উমরানের আগুনে গতির সামনে ব্যর্থ মাহিশ থিকসানা। শ্রীলঙ্কান তারকার অফস্টাম্প ছিটকে দিলেন তারকা ফাস্ট বোলার। মাত্র দুই রানে সাজঘরে ফিরলেন থিকসানা। ১২৭ রানে অষ্টম উইকেট হারাল শ্রীলঙ্কা।
IND vs SL 3rd T20 Live Updates: চাপে শ্রীলঙ্কা
ম্যাচে প্রথম সাফল্য পেলেন উমরান মালিক। ষষ্ঠ উইকেট হারাল শ্রীলঙ্কা। ৯ রানে আউট হলেন হাসারাঙ্গা। ১৩ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১০৭/৬।
IND vs SL 3rd T20 Updates: চতুর্থ সাফল্য
বল হাতে চতুর্থ সাফল্য পেল ভারত। চরিথ আসালঙ্কাকে ১৯ রানে ফেরালেন যুজবেন্দ্র চাহাল। বাউন্ডারিতে দৌড়ে দুরন্ত ক্যাচ ধরলেন শিবম মাভি। ৮৪ রানে চতুর্থ উইকেট হারাল শ্রীলঙ্কা।