Rahul Dravid: ভোরের বিমানে বেঙ্গালুরু উড়ে গেলেন দ্রাবিড়, শেষ ম্যাচ মাঠে থাকা নিয়ে সংশয়
Rahul Dravid Update: দ্রাবিড়ের আচমকা ভোরের ফ্লাইটে বাড়ি ফিরে যাওয়া নিয়ে চিন্তা বেড়েছে। তাহলে কি তাঁর শরীর আরও খারাপ হয়েছে। না কি অন্য় কোনও কারণ, তা ঠিক বোঝা যাচ্ছে না।
কলকাতা: কলকাতায় আসার পর থেকেই শরীর তাঁর সঙ্গ দিচ্ছিল না। এবিপি লাইভেই প্রথম খবর প্রকাশিত হয়েছিল যে, উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে তাঁর। তাই অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু তারপরও গতকাল ইডেনে দলের সঙ্গে মাঠে এসেছিলেন ভারতীয় কোচ। তবে ম্যাচ শেষ হওয়ার পর এদিন ভোর ৪টে-তে বিমানে বেঙ্গালুরু উড়ে গিয়েছেন দ্রাবিড়। ভারত ও শ্রীলঙ্কা শিবির এখনও শহর ছাড়েনি। সূত্রের খবর, ২ দলই দুপুর ১২টার বিমানে সরাসরি তিরুঅনন্তপুরমে চলে যাবে। সেখানেই আগামী রবিবার সিরিজের শেষ ম্যাচ আয়োজিত হবে। সেই ম্যাচে রাহুলের মাঠে থাকা নিয়ে সংশয় রয়েছে।
তবে দ্রাবিড়ের আচমকা ভোরের ফ্লাইটে বাড়ি ফিরে যাওয়া নিয়ে চিন্তা বেড়েছে। তাহলে কি তাঁর শরীর আরও খারাপ হয়েছে। না কি অন্য় কোনও কারণ, তা ঠিক বোঝা যাচ্ছে না। উল্লেখ্য, বুধবার বিকেলে কলকাতায় পৌঁছে হেড কোচের জন্মদিন পালনের তোড়জোড় সেরে ফেলেছিল ভারতীয় দল। বাইপাসের ধারে টিম ইন্ডিয়ার হোটেলে কেক কাটলেন রাহুল দ্রাবিড়। ক্রিকেটারেরা সকলে মিলে গাইলেন বার্থ ডে ক্যারল।
তখনও পর্যন্ত অনেকে ভাবেননি যে, 'বার্থ ডে বয়'কে নিয়ে আচমকা তৈরি হবে উদ্বেগ। বুধবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রাহুল দ্রাবিড়। সূত্রের খবর, তাঁর শরীরে অস্বস্তি শুরু হয়েছিল। ভারতীয় দলের সঙ্গেই থাকেন চিকিৎসক। তিনি রক্তচাপ পরীক্ষা-সহ একাধিক সতর্কতা মূলক পদক্ষেপ নেন। সিএবি-কে জানানো হয় যে, রাতেই কয়েকটি ওষুধ জরুরি ভিত্তিতে লাগবে। সেই কারণে টেলমা জাতীয় কয়েকটি ওষুধ দ্রুত পৌঁছে দেওয়া হয় টিমহোটেলে। ভারতীয় শিবির সূত্রে খবর, উচ্চ রক্তচাপজনিত সমস্যা দেখা দিয়েছিল দ্রাবিড়ের। যে কারণে বাড়তি আশঙ্কা এড়াতে তড়িঘড়ি রক্তচাপ কমানোর ওষুধ খাওয়ানো হয় তাঁকে। তাতে কাজও হয়।
রোহিতের মঞ্চে রাহুল নায়ক
বলা হয় মহম্মদ আজহারউদ্দিন ও ভি ভি এস লক্ষ্মণের পর কাউকে যদি ইডেন গার্ডেন্স হাত উপুড় করে দিয়ে থাকে, তাহলে তিনি রোহিত শর্মা। ঘরোয়া ক্রিকেট হোক কী আন্তর্জাতিক, আইপিএল হোক বা জাতীয় দল, রোহিত আর ইডেন মানেই যেন জমজমাট রসায়ন।
সেই রোহিত বৃহস্পতিবার ব্যাটে রান পেলেন না। মাত্র ১৭ করে ফিরলেন। আর রোহিতের মঞ্চে জ্বলে উঠলেন কে এল রাহুল। চাপের মুখে দুরন্ত হাফসেঞ্চুরি করলেন। ভারতকে জেতালেন ম্যাচ। ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ওয়ান ডে সিরিজ জিতে গেল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই। রোহিতের হাতে ট্রফি ওঠা নিশ্চিত হয়ে গেল। যা দেখেশুনে ভারতীয় ক্রিকেট মহলের মত, কে বলেছে রোহিত ইডেন থেকে খালি হাতে ফিরছেন? আরও একটা ট্রফি যে পয়মন্ত মাঠেই নিশ্চিত করে ফেললেন ক্যাপ্টেন রোহিত।