IND vs WI 2nd ODI: লাভ হত না কোনও, দ্বিতীয় ওয়ান ডেতে বিরাট, রোহিতের অনুপস্থিতির কারণ ব্যাখা করলেন দ্রাবিড়
Rahul Dravid: ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় মনে করছেন সামনেই এশিয়া কাপ, বিশ্বকাপের কথা মাথায় রেখে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে পরীক্ষা নিরীক্ষা করাটা প্রয়োজনীয় ছিল।
বার্বাডোজ: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে (IND vs WI 2nd ODI) ৮০ বল বাকরি থাকতে ছয় উইকেটে পরাজিত হয় ভারতীয় দল। দুই তারকা ব্যাটার রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) অনুপস্থিতিতে ভারতীয় দল মাত্র ১৮১ রানেই অল আউট হয়ে যায়। দুরন্ত বোলিং পারফরম্যান্সে ভর করে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ়।
এই ম্যাচে পরাজিত হলেও, ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) মনে করছেন সামনেই এশিয়া কাপ, বিশ্বকাপের কথা মাথায় রেখে ম্যাচে পরীক্ষা নিরীক্ষা করাটা প্রয়োজনীয় ছিল। 'এটাই আমাদের খেলোয়াড়দের পরখ করে নেওয়ার শেষ সুযোগ ছিল। আমাদের বেশ কিছু আহত ক্রিকেটার এনসিএতে রয়েছে। বিশ্বকাপ আর এশিয়া কাপের আগে সময় তো বেশি বাকি নেই। আমরা আশা করছি বিশ্বকাপ বা এশিয়া কাপের আগে তাদের মধ্যে অন্তত কয়েকজন ফিট হয়ে যাবেন। তবে যদি তারা ফিট না হন, সে কথা মাথায় রেখেই বাকিদেরও তো সুযোগ দিতে হবে। যাতে তারা প্রয়োজনে অন্তত কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে মাঠে নামতে পারেন।'
দ্রাবিড়ের মতে রোহিত, বিরাটকে এই ম্যাচে খেলালে লাভের লাভ তেমন কিছুই হত না। 'আমাদের তো আসল লক্ষ্যটার দিকে নজর রাখতে হবে। প্রতিটা ম্যাচ, প্রতিটা সিরিজ নিয়ে ওরকমভাবে ভাবা সম্ভব নয়। এই সিরিজের পর বিশ্বকাপ, এশিয়া কাপের আগে তো আর হাতে দুই, তিনটে ম্য়াচ রয়েছে। এমন পরিস্থিতিতে বিরাট এবং রোহিতকে খেলিয়ে খুব একটা লাভ হত না।' বলন সল
সিনিয়র তারকাদের বিশ্রাম দওয়া এবং তারপর ভারতের পরাজয়ে বিশেষজ্ঞ থেক অনেক অনুরীগাও প্রশ্ন তুলছেন। তবে সেসব বিষয়ে কর্ণপাত করত নারজ দাব্রিড়। তিনি ম্যাচ শেষে বলেন, 'বাকিদের নিয়ে আমি মাথা ঘামাতে চাই না। এই তরুণরাও তো যথেষ্ট প্রতিভাসম্পন্ন। ওরা সকলেই পারফর্ম করে এই দলে সুযোগ পেয়েছে। এবার সুযোগটাকে কাজে লাগানোর দায়িত্ব ওদের। সত্যি বলতে আমরা এই ম্যাচে সেভাবে কেউই পারফর্মই করতে পারেনি। উইকেটটা বেশ চ্যালেঞ্জিং ছিল। তবে কোনওভাবে এই পিচে ২৩০-২৪০ রান তুললে তবে লড়াই করার রসদটা পেতাম। আমরা মাঝের ওভারগুলিতে উইকেটটা হারিয়ে ফেলেছি। ৫০-৬০ রান অন্তত কম করেছি।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ব্যাটিং ব্যর্থতার দিনেও ওপেনারদের প্রশংসায় অধিনায়ক হার্দিক