INDA vs SAA: জুড়েলের সেঞ্চুরি বিফলে, সাদামাটা বোলিং কুলদীপদের, প্রস্তুতি ম্য়াচে হার ভারতীয় 'এ' দল
India A vs South Africa A: দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত ৭ উইকেট হারিয়ে ৩৮২ রান বোর্ডে তুলে ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে। রান তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয়।

মুম্বই: দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে হার ভারতীয় এ দলের। ৪১৭ রানের পাহাড়প্রমাণ লক্ষ্যমাত্রা ছিল প্রোটিয়া শিবিরের সামনে। যা হেসেখেলে তুলে দিল ভারতীয় এ দল। ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়েও ম্য়াচ বাঁচাতে পারলেন না ধ্রুব জুড়েল। বোলাররা ছাপই ফেলতে পারলেন না ম্য়াচে। ব্যাট হাতে তারকা প্লেয়ার কে এল রাহুল, সাই সুদর্শনরাও রান পেলেন না। ঋষভ পন্থও দ্বিতীয় ইনিংস ছাপ ফেলতে ব্যর্থ হলেন। তবে জুড়েল ১৭৫ বলে অপরাজিত ১৩২ রানের ইনিংস খেলেন। ভারতীয় এ দল প্রথম ইনিংসে তুলেছিল ২৫৫ রান। জবাবে ব্যাট করতে নেমে ২২১ রান বোর্ডে তোলে ভারতীয় এ দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত ৭ উইকেট হারিয়ে ৩৮২ রান বোর্ডে তুলে ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে। রান তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয়।
দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে বল হাতে প্রসিদ্ধ কৃষ্ণ ৩ উইকেট ঝুলিতে পোরেন। কুলদীপ ১ উইকেট নেন। আকাশ দীপ ও মহম্মদ সিরাজ ২ টো করে উইকেট পান। প্রথম ইনিংসে অপরাজিত ১৩২ রান করার পর ধ্রুব জুড়েল অপরাজিত ১২৭ রান করেন। প্রোটিয়া ব্য়াটারদের মধ্যে জর্ডান হারম্য়ান ৯১ রান করেন। লেসেগো সেনোকওয়ানে ৭৭ রান করেন। জুবাইয়ের হামজা ৭৭ ও তেম্বা বাভুমা ৫৯ রান করেন।
রেকর্ডবুকে মেঘালয়ের ব্যাটার
রঞ্জি ট্রফিতে নতুন রেকর্ড। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল মেঘালয়। তাদের হয়ে আট নম্বরে এদিন ব্যাট করতে নামেন আকাশ কুমার চৌধুরি। ২৫ বছর বয়সি ব্যাটার ক্রিজে এসে প্রথম বলটি ডট খান। তারপরের দুই বলে এক, এক করে দুই রান নেন। কিন্তু এরপর যা হল! কার্যত ব্যাট হাতে ঝড় তুললেন আকাশ। এক ওভারে ছয়টি ছক্কাসহ মোট আটটি টানা ছয় মারলেন তিনি। মাত্র ১১ বলেই পৌঁছে গেলেন অর্ধশতরানে। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে কেবল স্যর গারফিল্ড সোবার্স এবং রবি শাস্ত্রী এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন। এটা যদি আকাশের এই ইনিংসের মাহাত্ম্য বোঝাতে যথেষ্ট না হয়, তাহলে তিনি যে বিশ্বরেকর্ড, তা নিঃসন্দেহেই পর্যাপ্ত হবে। আকাশের ১১ বলে অর্ধশতরান, প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসের সর্বকালের দ্রুততম। তিনি ইংল্যান্ডের ওয়েন হোয়াইটের রেকর্ড ভাঙলেন। ওয়েন লেস্টারশায়ারের হয়ে ১২ বলে এসেক্সের বিরুদ্ধে ৫০ রানের গণ্ডি পার করেছিলেন, আকাশ এক বল কম খেলেই সেই গণ্ডি পার করে ফেললেন।




















