India vs New Zealand: ৫০ রানেরও গণ্ডি পার হল না, দেশের মাটিতে সবথেকে কম, ৪৬ রানে অল আউট ভারত
India vs New Zealand Test: বেঙ্গালুরুতে ভারতের হয়ে ঋষভ পন্থ সর্বাধিক ২০ রানের ইনিংস খেলেন।
বেঙ্গালুরু: লজ্জা, লজ্জা! ১৯৮৮ সালের পর থেকে কোনওদিন নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট ম্যাচ হারেনি ভারতীয় দল। তবে বেঙ্গালুরুতে ভারতীয় দলের যা পরিস্থিতিতে তাতে ড্র করতে পারাটাও বিরাট চ্যালেঞ্জ। প্রথম টেস্টে (India vs New Zealand 1st Test) কিউয়ি ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ করল ভারতীয় দল। দেশের মাটিতে সর্বকালের সর্বনিম্ন, মাত্র ৪৬ রানেই অল আউট হয়ে রোহিত বাহিনী। ম্যাট হেনরি পাঁচ ও উইলিয়াম ও'রুর্ক চারটি উইকেট নেন।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশের বিরুদ্ধে গত টেস্ট ম্যাচের একাদশ থেকে দুই বদল ঘটিয়ে মাঠে নামে ভারতীয় দল। শুভমন গিল ও আকাশ দীপের বদলে একাদশে জায়গা পান সরফরাজ খান ও কুলদীপ যাদব। টস জিতে প্রথমে ব্যাটিং করার ভারতীয় দলের সিদ্ধান্তই কার্যত বুমেরাং হয়ে ফিরল কি?
ব্যাটে নেমে ভারতীয় দল যে খেলাটা খেলল, টিম ইন্ডিয়াকে শেষ কবে ঘরের মাঠে এমন খেলতে দেখা গিয়েছে, তা রীতিমতো দুর্বিন দিয়ে খুঁজতে হবে। ১৪ বছর পর ভারতীয় দল ১০ রানে তিন উইকেট হারাল। এই নিয়ে ঘরের মাঠে ভারত মাত্র তৃতীয় বার ১০ বা তাঁর কম রানে টেস্টে তিন উইকেট হারাল। ঘটনাক্রমে, প্রতিবারই কিন্তু বিপক্ষের নাম নিউজ়িল্যান্ড। কিউয়ি ফাস্ট বোলাদের দাপটে একে একে সাজঘরে ফেরেন রোহিত, বিরাট, সরফরাজরা। বিরাট, সরফরাজ, রাহুল ও রবীন্দ্র জাডেজা, পাঁচ ভারতীয় ব্যাটার তো খাতাই খুলতে পারেননি। যশস্বী ও পন্থ ২১ রানের পার্টনারশিপ গড়েন বটে, তবে সেই পার্টনারশিপও দীর্ঘস্থায়ী হয়নি।
আশা ছিল অন্তত পন্থ ও অশ্বিন ত্রাতার ভূমিকা পালন করবেন। তবে কোথায় কী! লাঞ্চের পর প্রথম বলেই সাজঘরে ফেরেন অশ্বিন। পন্থকেও ২০ রানে ফেরান ম্যাট হেনরি। শেষমেশ অ্যাডিলেডের ৩৬ রানের লজ্জার রেকর্ড পার করলেও, ৫০ রানের গণ্ডি পার করতে পারল না টিম ইন্ডিয়া। মাত্র ৪৬ রানেই গুটিয়ে গেল টিম ইন্ডিয়ার ইনিংস। এটি লাল বলের ইতিহাসে ভারতের তৃতীয় নিম্নতম রান হলেও, ঘরের মাঠে কিন্তু এর আগে এত কম রানে কখনও আউট হয়নি ভারতীয় দল। লজ্জার রেকর্ড গড়লেন রোহিত বাহিনী।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মহম্মদ শামিকে অস্ট্রেলিয়া সফরে নিয়ে যেতে আগ্রহী নন রোহিত! কিন্তু কেন?