Rohit Sharma: মহম্মদ শামিকে অস্ট্রেলিয়া সফরে নিয়ে যেতে আগ্রহী নন রোহিত! কিন্তু কেন?
Rohit Sharma on Mohammed Shami: অধিনায়ক রোহিত জানান মহম্মদ শামি হাঁটুতে আবারও চোট পেয়েছন বলে তাঁর ফিটনেসে নিয়ে উদ্বেগ রয়েছে।
বেঙ্গালুুরু: কাল থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজ়িল্যান্ডের তিন ম্যাচের টেস্ট সিরিজ়। এই সিরিজ়ের পাশাপাশি টিম ইন্ডিয়ার সমর্থকদের এক নজর কিন্তু অস্ট্রেলিয়ার সিরিজ়ের দিকেও রয়েছে। বছর শেষেই অজিভূমে পাঁচ ম্যাচের সিরিজ়ে মুখোমুখি হবে গত বারের দুই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালিস্ট। সেই সিরিজ়েই জাতীয় দলে মহম্মদ শামির (Mohammed Shami) ফেরার প্রত্যাশায় ছিলেন সকলে। তবে রোহিত শর্মা (Rohit Sharma) কিন্তু খুব একটা ইতিবাচক খবর দিলেন না।
২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালের পর থেকে শামি জাতীয় দলের হয়ে আর খেলেননি। চোটের জেরে মাঠের বাইরেই থাকতে হয়েছে তাঁকে। তবে নিউজ়িল্যান্ড সিরিজ়ের আগে বাংলার হয়ে রঞ্জি ম্যাচে শামির মাঠে নামার জল্পনা ছিল। বাংলার প্রাথমিক দলে তাঁর নামও ছিল। এমনকী শামি নিউজ়িল্যান্ড সিরিজ়েও খেলতে পারেন বলে জল্পনা ছিল। তবে রোহিত জানান শামি আবারও চোটের কবলে পড়ায় অস্ট্রেলিয়া সিরিজ়ে তাঁর খেলা নিয়েও যখেষ্ট সংশয় রয়েছে।
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, 'সত্যি বলতে অস্ট্রেলিয়া সিরিজ়ে ওর খেলা নিয়ে কিছু বলা সম্ভব নয় এখনই। হাঁটুতে সোয়েলিং হওয়া থাকায় ওকে আবার নতুন করে ফিটনেস নিয়ে কাজ করা শুরু করতে হয়েছে। আপাতত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ও ডাক্তার এবং ফিজিওদের তত্ত্বাবধানে রয়েছেন। আধা ফিট, অপ্রস্তুত শামিকে আমরা অস্ট্রেলিয়া নিয়ে যাব না।' রোহিতের এই মন্তব্যের পর শামিকে শেষমেশ কবে আবার জাতীয় দলে খেলতে দেখা যাবে, সেই নিয়ে কিন্তু বিস্তর ধোঁয়াশা তৈরি হল।
তবে রোহিত আশাবাদী যে সিরিজ় শুরুর আগে শামি ফিট হবেন। 'আমরা ওকে সম্পূর্ণ ফিট চাই। ও ফিট না হলে ওকে নিয়ে যাওয়াটা সঠিক সিদ্ধান্ত হবে না। এক বছরের অধিক সময় ধরে তো কোনও ক্রিকেটই খেলেনি। একজন ফাস্ট বোলারের পক্ষে এতদিন মাঠের বাইরে থাকার পর হুট করে মাঠে ফিরে নিজের সেরাটা দেওয়া একেবারেই সহজ নয়। এটা ঠিক নয়। ও যাতে ১০০ শতাংশ ফিট হতে পারে, সেইজন্য আমরা ওকে যতটা প্রয়োজন ততটা সময় দিতে চাই। ' জানান ভারতীয় অধিনায়ক।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ভারত-নিউজ়িল্যান্ড সিরিজ়ে কোহলি, গিল থেকে কুলদীপ, একাধিক তারকাদের রেকর্ড গড়ার হাতছানি