IND vs BAN 2nd Test: দ্বিতীয় টেস্টের আগে কানপুরে পৌঁছে গেল ভারত, বাংলাদেশ, নিজের লুকে নজর কাড়লেন বিরাট কোহলি
India vs Bangladesh: ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হচ্ছে ভারত ও বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ।
![IND vs BAN 2nd Test: দ্বিতীয় টেস্টের আগে কানপুরে পৌঁছে গেল ভারত, বাংলাদেশ, নিজের লুকে নজর কাড়লেন বিরাট কোহলি India and Bangladesh both teams arrive at Kanpur ahead of 2nd Test Virat Kohli dazzles in simple look IND vs BAN 2nd Test: দ্বিতীয় টেস্টের আগে কানপুরে পৌঁছে গেল ভারত, বাংলাদেশ, নিজের লুকে নজর কাড়লেন বিরাট কোহলি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/24/e0cab7acba1ee0e237588c875c5cbf1d1727193121606507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কানপুর: ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ (IND vs BAN 2nd Test)। সেই ম্যাচের আগে, আজ, ২৪ সেপ্টেম্বর, মঙ্গলবারই উত্তরপ্রদেশের কানপুরে পৌঁছ গেল ভারত ও বাংলাদেশ, উভয় দলই। রোহিত শর্মা, শুভমন গিলদের পাশাপাশি গৌতম গম্ভীর, মহম্মদ সিরাজরাও ছিলেন। তবে সাদা টি-শার্ট ও সানগ্লাসে কিন্তু সবথেকে বেশি নজর কাড়লেন বিরাট কোহলিই।
উত্তরপ্রদেশের ইন্ডাস্ট্রিয়াল হাবে ২০২১ সালের নভেম্বর শেষবার টেস্ট খেলতে নেমেছিল ভারতীয় দল। তারপর বেশ খানিকটা অপেক্ষা। আবার লাল বলের ক্রিকেটেরই মজা উপভোগ করতে পারবেন এই শহরের ক্রিকেটপ্রেমীরা। টেস্ট ম্যাচের পাঁচদিন মিলিয়ে মোট নয়দিন এই শহরেই ভারত ও বাংলাদেশ, উভয় দলেরই থাকার কথা। দুই দলের থাকাজ-খাওয়ার জন্য এলাহি বন্দোবস্ত করা হয়েছে। খাবারে খেলোয়াড়দের ডায়েটের সঙ্গে স্বচ্ছন্দ খাবার যেমন রয়েছে, তেমনই আবার শহরের বিশেষ বিশেষ খাবারের মজাও চাইলে উপভোগ করা যাবে।
![সহজ লুকেও নজর কাড়লেন বিরাট কোহলি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/24/9ec9ccc418b86e4bece0b9882d7d7f5f1727194015119507_original.jpg)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'গম্ভীরকে সকলেই ভালবাসবে', কোচ হিসাবে রাহুলের সঙ্গে গৌতমের পার্থক্য প্রসঙ্গে মত অশ্বিনের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)