Ashwin on Dravid: 'গম্ভীরকে সকলেই ভালবাসবে', কোচ হিসাবে রাহুলের সঙ্গে গৌতমের পার্থক্য প্রসঙ্গে মত অশ্বিনের
R Ashwin: রবীন্দ্র জাডেজা, বিরাট কোহলি ও রোহিত শর্মা বাদে কেবল বর্তমান দলের তারকাদের মধ্যে অশ্বিনই গম্ভীরের সঙ্গে ক্রিকেট খেলেছেন।
নয়াদিল্লি: মাস দুই আগে ভারতীয় ক্রিকেটে নতুন জমানা শুরু হয়েছে। বিশ্বজয়ের পরেই রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ভারতীয় দলের কোচ হিসাবে চুক্তি শেষ হওয়ার পর সরে দাঁড়ান। তারপর দলের রিমোট কন্ট্রোল হাতে তুলে নিয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। গম্ভীর জমানার শুরুটা মোটমুটি হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে গম্ভীররের তত্ত্বাবধানে টি-টোয়েন্টি সিরিজ় জিতলেও, ওয়ান ডেতে মুখ থুবড়ে পড়েছিল টিম ইন্ডিয়া। আবার বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্টে বিরাট ব্যবধানে জয় পেয়েছে ভারত।
কোচ হিসাবে গম্ভীর ও দ্রাবিড়ের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? এর জবাব অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমীই চান। ঠিক সেই বিষয়টা নিয়েই মুখ খুললেন ভারতের তারকা ক্রিকেটার আর অশ্বিন (R Ashwin)। তাঁর মতে অশ্বিনের তত্ত্বাবধানে ভারতীয় দলের সাজঘর অনেক বেশি শান্ত। তিনি বলেন, 'আমার মতে ওঁ (গম্ভীর) খুব শান্ত। আমি ওকে রিল্যাক্স ব়্যাঞ্চো বলব। কোনওরকম চাপ নেয় না। সকালবেলা টিম হাডেলের আগেও খুব শান্ত থাকে ও। জিজ্ঞেস করে, আমরা হাডেলে যোগ দেব কি না। অনুরোধ করে। রাহুল ভাইয়ের ক্ষেত্রে বিষয়টা হল ওঁ সবসময় সবকিছু একদম ঠিকঠাক চান। একটা বোতলও যেন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানেই থাকে, সেই বিষয়টা নিশ্চিত করত ওঁ।'
Victory by 2⃣8⃣0⃣ runs in the 1st Test in Chennai 🙌#TeamIndia take a 1⃣-0⃣ lead in the series 👏👏
— BCCI (@BCCI) September 22, 2024
Scorecard ▶️ https://t.co/jV4wK7BOKA #INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/wVzxMf0TtV
'গম্ভীর কিন্তু এইসব বিষয়গুলি নিয়ে মাথা ঘামান না। ওঁ শান্ত থাকেন। দলের লোকেরা কী চাইছে, সেটা দেখেন। ওঁ সবার হৃদয় জয় করে। আমার মতে ওঁকে কিন্তু দলের সকলেই ভালবাসবে।' আরও যোগ করেন অশ্বিন। রবীন্দ্র জাডেজা, বিরাট কোহলি ও রোহিত শর্মা বাদে কেবল বর্তমান দলের তারকাদের মধ্যে অশ্বিনই গম্ভীরের সঙ্গে ক্রিকেট খেলেছেন। তাই গম্ভীরের বিষয়ে অশ্বিনের থেকে খুব কমজনই বেশি ভাল কথা বলতে পারবেন। অশ্বিন কিন্তু খুব সহজ সরল ভাষাতেই যে কোচ দ্রাবিড় এবং গম্ভীরের মধ্যেকার পার্থক্য বুঝিয়ে দিলেন, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কপাল পুড়ছে সরফরাজের! ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্টের আগেই ছেড়ে দেওয়া হবে তারকা ব্যাটারকে?