IND vs SL: বল হাতে চমক, একাই ৩ উইকেট নিয়ে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের জয় নিশ্চিত করলেন রিয়ান
IND vs SL, T20: ব্যাট হাতে রান আসেনি। কিন্তু বল হাতে তিনিই ম্য়াচের নায়ক হয়ে গেলেন। ডেথ ওভারে পরপর ২ টো ওভারে আক্রমণে এসে তুলে নিলেন ৩ উইকেট।
পাল্লেকেলে: তাঁকে প্রথম একাদশে দেখে অনেকেই নাক সিঁটকেছিলেন। কেন জিম্বাবোয়ে সফরে ব্যর্থ হওয়ার পরও তাঁকে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে দলে নেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠছিল। কিন্তু তিনি প্রমাণ করে দিলেন নিজের প্রয়োজনীয়তা। ব্যাট হাতে রান আসেনি। কিন্তু বল হাতে তিনিই ম্য়াচের নায়ক হয়ে গেলেন। ডেথ ওভারে পরপর ২ টো ওভারে আক্রমণে এসে তুলে নিলেন ৩ উইকেট। একই সঙ্গে ম্যাচে ভারতের জয় নিশ্চিত করে দিলেন। প্রথম টি-টোয়েন্টিতে ৪৩ রানে জয় ছিনিয়ে নিল ভারত।
২১৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল শ্রীলঙ্কা। ওপেনিংয়ে নেমেছিলেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। ২ জনেই মারমুখি মেজাজে ব্যাটিং শুরু করেছিলেন। ২ জনে মিলে ৮.৪ ওভারে ৮৪ রান বোর্ডে তুলে নেয়। লঙ্কা শিবিরে প্রথম আঘাত অর্শদীপ। কুশল মেন্ডিসকে প্যাভিলিয়নের রাস্তা দেখান তিনি। পাথুম নিশাঙ্কা শ্রীলঙ্কার সবচেয়ে সফল ব্যাটার। ৪৮ বলে ৭৯ রানের ইনিংস খেলেন। ৭টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান নিশাঙ্কা। মেন্ডিস ২৭ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। এই দুজন প্যাভিলিয়নে ফিরতেই শ্রীলঙ্কা দল তাসের ঘরের মত ভেঙে পড়ে। সেভাবে কেউই আর দায়িত্ব নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেননি ইনিংস। কুশল পেরেরা ২০ রানের ইনিংস খেলেন। কামিন্দু মেন্ডিস ১২ রান করেন। লঙ্কা অধিনায়ক চারিথ আসালাঙ্কা খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন। ১৫ ওভার পর্যন্ত শ্রীলঙ্কাও লড়াইয়ে ছিল। কিন্তু এরপর বোলিং আক্রমণে রিয়ান পরাগকে নিয়ে আসেন সূর্যকুমার। ব্যাস, ম্য়াচ সেখানেই ঘুরে যায়। শেষ পর্যন্ত ১৭০ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা।
ভারতের বোলারদের মধ্যে রিয়ান পরাগ ১.২ ওভারে ৫ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেন। ২ উইকেট নেন অর্শদীপ ও অক্ষর। ১ উইকেট নেন সিরাজ ও বিষ্ণোই।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্দান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। প্রথমে ব্য়াটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতীয় দলকে। শুরু থেকেই মারকাটারি ব্যাটিং শুরু করেন ভারতের ২ ওপেনার। একটু বেশিই আক্রমণাত্মক ছিলেন জয়সওয়াল। ২১ বলে ৪০ রানের ইনিংস খেলেন বাঁহাতি তরুণ। নিজের ইনিংসে ৫টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। গিল ১৬ বলে ৩৪ রান করেন ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে। পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে ৭৪ রান বোর্ডে তুলে নিয়েছিল ভারত। তিনে নেমেছিলেন সূর্যকুমার যাদব। ২৬ বলে ৫৮ রানের ইনিংস খেলেন ৮টি বাউন্ডারি ও ২টাে ছক্কা হাঁকিয়ে। ৩৩ বলে ৪৯ রানের ইনিংস খেলেন ঋষভ পন্থ। নিজের ইনিংসে তিনি ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান।