Rishabh Pant: এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের আগেই সুখবর, মাঠে ফিরছেন ঋষভ পন্থ
Indian Cricket Team: ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে পায়ের পাতায় চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। চিড় ধরেছিল হাড়ে।

নয়াদিল্লি: ইংল্যান্ডে চতুর্থ টেস্ট ম্যাচেই পায়ের পাতায় চোট পেয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর পায়ের পাতায় চিড় ধরেছিল। তারপর পঞ্চম টেস্টে তো তিনি মাঠে নামতেই পারেননি, এই চোটের জেরে এশিয়া কাপেও খেলা হয়নি তাঁর। দীর্ঘদিন ক্রাচ এবং ব্যান্ডেজ নিয়েই হাঁটতে হয়েছে তাঁকে। তবে এশিয়া কাপ শুরু হতে না হতেই সুখবর। ফিরছেন ঋষভ পন্থ।
একাধিক রিপোর্ট অনুযায়ী পায়ের হাড়ে চিড় ধরায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকার পরে অবশেষে মাঠে ফিরছেন পন্থ। প্রাথমিকভাবে পন্থকে অস্ত্রোপ্রচার করাতে হতে পারে বলে শোনা গেলেও, পরবর্তীতে বিসিসিআইয়ের মেডিক্যাল দল অস্ত্রোপ্রচারের বিরুদ্ধেই সিদ্ধান্ত নেয়। রিহ্যাবের পরেই পন্থ মাঠে ফিরবেন। সেই লক্ষ্য়ে তিনি কিছুদিন ইংল্যান্ডে ছিলেন। তবে তারকা কিপার-ব্যাটার ইতিমধ্যেই ভারতে ফিরেছেন। শোনা যাচ্ছে তিনি আগামী সপ্তাহেই বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে যাচ্ছেন। নিজেকে সম্পূর্ণ ফিট করে তুলতে সেখানেই তাঁর রিহ্যাব চলবে।
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, 'পন্থ মাঠে ফেরার চেষ্টা করে যাচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরেই মাঠে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু এখনও পর্যন্ত সম্ভাবনা খুব উজ্জল এমনটা বলা সম্ভব নয়।' তবে পন্থ চেষ্টা চালাচ্ছেন বটে, কিন্তু ২ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শুরু হতে চলা টেস্ট সিরিজ়ে পন্থের খেলা বেশ কঠিনই বলে মনে হচ্ছে।
সেন্টার অফ এক্সিলেন্সে বেশ কয়েকটি ধাপের মধ্যে দিয়ে গিয়ে ফিটনেস প্রমাণ করতে হয়। প্রাথমিকভাবে রেজিস্ট্রেশনের পর শুরু হয় ফিজিওথেরাপি এবং স্পট স্পেসিফিক ড্রিল। এই সময় ডাক্তাররা পুনরায় চোট খতিয়ে দেখে বিসিসিআইকে প্রতিদিন রিপোর্ট দেয়। এই প্রক্রিয়া শেষ হলে শুরু হয়ে নেটে অনুশীলন এবং এর পরিমাণ ও তীব্রতা ধীরে ধীরে বাড়ে।
তারপর ফিটনেস পরীক্ষা এবং বিভিন্ন ফিল্ডিং ড্রিল করতে হয় ক্রিকেটারদের। এরপরে ডাক্তাররা পুনরায় চোট কেমন আছে এবং তা পুরোপুরি সেরেছ কি না, তা খতিয়ে দেখেন। এরপরে ম্যাচ পরিস্থিতির মধ্যে দিয়ে তে আহত খেলোয়াড়দের যেতে হয়। এইসব কয়টি ধাপ করেই কোনও ক্রিকটার সেন্টার অফ এক্সিলেন্স থেকে ফিটনেসের ছাড়পত্র পান। তাই এত দ্রুত পন্থের এই পুরো প্রক্রিয়া পার করে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট খেলতে নামাটা বেশ কঠিনই। কিন্তু পন্থের ধীরে ধীরে রিহ্যাব শুরু হওয়ার খবরটা যে নিঃসন্দেহেই ভারতীয় সমর্থকদের জন্য আনন্দের, তা বলাই বাহুল্য।




















