IND vs ENG 4th Test: ছিটকে গেলেন আকাশ দীপ, অংশুল কম্বোজের অভিষেক ঘটছে ম্যাঞ্চেস্টারে? বিরাট ঘোষণা শুভমন গিলের
Indian Cricket Team: নীতীশ কুমার রেড্ডির জায়গায় অংশুল কম্বোজ বাকি দুই টেস্টের জন্য ভারতীয় দলে যোগ দিয়েছেন।

ম্যাঞ্চেস্টার: আর মাত্র কয়েক ঘণ্টা পরেই ভারত ও ইংল্যান্ড ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্ট ম্যাচ (IND vs ENG 4th Test) খেলতে নেমে পড়বে। সেই ম্যাচের আগে চোটের আবহে ভারতীয় দলের একাদশ কেমন হবে, তা নিয়ে বিরাট প্রশ্নচিহ্ন রয়েছে। ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) বেশ কিছু বড় আপডেট দিলেন।
বিসিসিআইয়ের তরফে আগেই বলে দেওয়া হয়েছিল নীতীশ কুমার রেড্ডি সিরিজ় থেকেই ছিটকে গিয়েছেন। টেস্ট অভিষেকের দোরগোড়ায় থাকা অর্শদীপ সিংহও চতুর্থ টেস্টে নেই। গতকাল মহম্মদ সিরাজ বলেছিলেন যশপ্রীত বুমরা চতুর্থ টেস্ট খেলবেন। এমন পরিস্থিতিতে ভারতীয় দলে যাঁকে নিয়ে সবথেকে সংশয় ছিল, তিনি এজবাস্টন টেস্ট জয়ের নায়ক আকাশ দীপ (Akash Deep) । ম্যাচের আগে অনুশীলনে তাঁকে বোলিং করতে দেখা গেলেও, শুভমন গিল জানিয়ে দিলেন আকাশ দীপও চতুর্থ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন।
ভারতীয় অধিনায়ক সাংবাদিক বৈঠকে বলেন, 'এই চোট আঘাত নিয়ে খেলাটা কখনই সোজা নয়। নীতীশ কুমার রেড্ডি সিরিজ় থেকেই ছিটকে গিয়েছে। আকাশ দীপ পরের ম্যাচে খেলতে পারবে না, অর্শদীপের অবস্থাও এক। তবে আমার মতে আমাদের দলে ২০ উইকেট নেওয়ার জন্য যথেষ্ট ভাল বোলার রয়েছেন। সিরিজ়ে এটাই আমার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এতবার বোলিং কম্বিনেশন বদল করাটা একেবারেই আদর্শ নয়, তবে এই অবস্থার জন্য তো আমি প্রস্তুত ছিলাম।'
ম্যাঞ্চেস্টারে অংশুল কম্বোজের (Anshul Kamboj) অভিষেক ঘটতে পারে বলেও গিল আভাস দেন। 'আমরা যথেষ্ট পরিমাণে অংশুলের খেলা দেখেছে। ওর যে দক্ষতাটা রয়েছে, আমরা ঠিক সেটাই চাইছি। আমরা বিশ্বাস করি ও আমাদের ম্যাচ জেতাতে পারে। একাদশে খেলা যে কেউ আমাদের ম্যাচ উইনার হয়ে উঠতে পারে বলে আমার বিশ্বাস। অংশুল কম্বোজ কিন্তু নিজের অভিষেক ঘটানোর খুব কাছে। আমরা কাল সকালে ভেবেচিন্তে অংশুল ও প্রসিদ্ধের মধ্যে কাকে খেলানো হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।' জানান ভারতীয় অধিনায়ক।
গত ম্যাচে হাতে চোট লাগায় ধ্রুব জুরেল ম্যাচের প্রায় সবটাই ঋষভ পন্থের বদলে কিপিং করেছিলেন। তবে ভারতীয় দলের সহ-অধিনায়ক চোটমুক্ত এবং ফিট। চতুর্থ টেস্টে তাই তিনিই ফের একবার উইকেটের পিছনে থাকবেন বলে জানিয়ে দেন অধিনায়ক গিল।




















