IND vs BAN Match Preview: বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি ভারত, একাদশে সুযোগ পাবেন শ্রেয়স?
Asia Cup 2023: বাংলাদেশের বিরুদ্ধে শেষ ওয়ান ডে ম্যাচে ভারতীয় দল ২২৩ রানে জয় পেয়েছিল।
কলম্বো: পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরে নিজেদের প্রথম দুই ম্যাচে দুরন্ত জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এই দুই জয়ের সুবাদেই প্রথম দল হিসাবে এশিয়া কাপের (Asia Cup 2023) ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। এমন পরিস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে যাওয়ায় এই ম্যাচটি টিম ইন্ডিয়ার কাছে নিয়মরক্ষারই।
অপরদিকে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্য়াচেই পরাজিত হয়েছিল বাংলাদেশ। দুই হারের ফলে তারা আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। তাই এই ম্যাচ থেকে শাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশের কাছে আলাদা করে তেমন কিছু পাওয়ার নেই। তবে বিশ্বকাপের আগে ভারতকে হারালে বাংলাদেশ দলের যে আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে, তা বলাই বাহুল্য। তাই তারা কিন্তু এই ম্যাচে মরিয়া হয়েই মাঠে নামবে।
নিয়মরক্ষার ম্যাচে, ভারতের সামনে এই কিন্তু নিজের বেঞ্চশক্তি পরীক্ষা করে নেওয়ার সুযোগ রয়েছে। তবে টিম ইন্ডিয়া একাদশে রদবদল আদৌ ঘটানো হবে কি না, সেটাই দেখার বিষয়। এই ম্যাচের আগেই কিন্তু ভারতীয় অনুশীলনে যোগ দিয়েছেন শ্রেয়স আইয়ার। গত দুই ম্যাচ ব্যাক স্প্যাজ়মের জন্য খেলতে পারেননি তিনি। তবে বাংলাদেশ ম্যাচের আগে ফিট হয়ে অনুশীলনে ফেরায় তাঁকে একাদশে ফেরানো হয় কি না, সেইদিকে নজর থাকবে সকলের।
শেষ সাক্ষাৎ
বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডেতে শেষ সাক্ষাতে ভারতীয় দল বাংলা টাইগাদের দুরমুশ করেছিল। ২২৭ রানের বিরাট ব্যবধানে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া।
পিচ রিপোর্ট
প্রেমদাসা স্টেডিয়ামে সাধারণত ব্যাটিং সহায়কপিচই দেখা যায়। তবে ফাস্ট বোলাররাও শুরুর দিকে কিছুটা মদত পেতে পারেন। টসে জিতে তাই প্রথমে বল করার সিদ্ধান্তই নিতে পারেন অধিনায়করা।
কাদের ম্যাচ?
এশিয়া কাপ সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি ভারত ও বাংলাদেশ
কোথায় খেলা?
খেলাটি হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে
কখন শুরু ম্যাচ?
খেলাটি শুরু হবে দুপুর ৩টে থেকে, টস হবে ২.৩০-এ
কোথায় দেখবেন ম্যাচ?
টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে
অনলাইন স্ট্রিমিং
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও দেখতে পাবেন ভারত বনাম বাংলাদেশের ম্যাচ। স্মার্টফোনে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে লাইভ স্ট্রিমিং দেখা যাবে ম্যাচের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: এশিয়া কাপে ভারতীয় একাদশে শামির সুযোগ না পাওয়ার আসল কারণ জানালেন বোলিং কোচ মামব্রে