India Test Squad: সামনে বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা, ভারতীয় টেস্ট দলে ফিরলেন পন্থ-আকাশ দীপ, ফের উপেক্ষিত শামি
India vs South Africa: ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ কলকাতায়। দুই টেস্ট ম্যাচের সিরিজের জন্য ভারতের দল ঘোষণা করা হল।

মুম্বই: ইডেন গার্ডেন্সে ভারতীয় একাদশে প্রত্যাবর্তন ঘটাতে প্রস্তুত ঋষভ পন্থ (Rishabh Pant)। ইংল্যান্ড সফরে ম্যাঞ্চেস্টার টেস্টে পায়ের পাতায় চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন। ফিট হয়ে ফিরেছেন মাঠে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে ম্যাচ জেতানো ৯০ রানের ইনিংস খেলেছেন ভারত এ-র হয়ে। এবার ভারতীয় টেস্ট দলে ফেরানো হল পন্থকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি ভারতীয় দলের সহ অধিনায়কও।
১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ কলকাতায়। দুই টেস্ট ম্যাচের সিরিজের জন্য ভারতের দল ঘোষণা করা হল। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজে যে দল ছিল, সেখান থেকে বাদ পড়লেন এন জগদিশান ও প্রসিদ্ধ কৃষ্ণ। কর্নাটকের পেসার প্রসিদ্ধর পরিবর্তে টেস্ট দলে ফেরানো হয়েছে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা আকাশ দীপকে। পিঠে চোট ছিল তাঁর। ইংল্যান্ড থেকে ফেরার পর দলীপ ট্রফি খেলতে পারেননি। তবে বাংলার হয়ে রঞ্জি ট্রফির প্রথম দুই ম্যাচে খেলেছেন আকাশ। এখন তিনি ফিট।
তবে অনেকেই দলে মহম্মদ শামিকে না দেখে অবাক। শামির ফিটনেস নিয়ে সংশয় ছিল। তবে রঞ্জি ট্রফির প্রথম দুই ম্যাচে বাংলার জার্সিতে ১৫ উইকেট নিয়েছেন। ইনিংসে পাঁচ উইকেটও নিয়েছেন। ম্যাচের সেরাও হয়েছেন। অনেকেই ভেবেছিলেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে শামিকে দলে রাখা হবে। কিন্তু উপেক্ষিতই থেকে গেলেন ডানহাতি ফাস্টবোলার।
ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল, যশপ্রীত বুমরা, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর পটেল ও ওয়াশিংটন সুন্দর এখন অস্ট্রেলিয়ায় টি-২০ সিরিজ খেলায় ব্যস্ত। ৮ নভেম্বর পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শেষ হওয়ার পর তাঁরা দলের সঙ্গে কলকাতায় যোগ দেবেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে জন্য ভারতীয় দল
শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার, সহঅধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুড়েল, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরা, অক্ষর পটেল, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও আকাশ দীপ।
দক্ষিণ আফ্রিকা এ-র বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ভারত এ দল
তিলক বর্মা (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহঅধিনায়ক), অভিষেক শর্মা, রিয়ান পরাগ, ঈশান কিষাণ (উইকেটকিপার), আয়ূষ বাদোনি, নিশান্ত সিন্ধু, বিপ্রজ নিগম, মানব সুতার, হর্ষিত রানা, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, খলিল আমেদ ও প্রভসিমরন সিংহ (উইকেটকিপার)




















