Asia Cup 2025: নিরপেক্ষ ভেন্য়ুতেই এশিয়া কাপ? পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে খেলতে হবে ভারতকে?
Asia Cup 2025 Venues: ভারতীয় বোর্ড দুবাই ও আবুধাবিতে নিরপক্ষে ভেন্যু হিসেবে ম্য়াচ আয়োজনে সহমত পোষণ করেছে। এর আগে পহেলগাঁওতে জঙ্গি হামলার পর বিসিসিআই নাম তুলে নিতে চাইছিল টুর্নামেন্ট থেকে।

মুম্বই: শেষ পর্যন্ত হতে পারে এশিয়া কাপ। বিসিসিআইও নাকি সবুজ সংকেত দিয়েছে। নিরপেক্ষ ভেন্যুতেই আয়োজিত হতে পারে এশিয়া কাপ। সূত্র মারফৎ জানা গিয়েছে ভারত ও পাকিস্তান দুই দল টুর্নামেন্টে একই গ্রুপে থাকতে পারে। ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে এজিএম বা বার্ষিক সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই এশিয়া কাপ নিয়ে আলোচনা হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সেই বৈঠকে ভার্চুয়ালি যোগ দেওয়া হয়।
ভারতীয় বোর্ড দুবাই ও আবুধাবিতে নিরপক্ষে ভেন্যু হিসেবে ম্য়াচ আয়োজনে সহমত পোষণ করেছে। এর আগে পহেলগাঁওতে জঙ্গি হামলার পর এমনটা শোনা যাচ্ছিল যে এশিয়া কাপ থেকে নাম তুলে নিতে পারে বিসিসিআই। আপাতত যা খবর, তাতে জানা যাচ্ছে যে বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্ল ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পিসিবির চেয়ারম্য়ান মহসিন নকভি আগামী দিনে টুর্নামেন্টের ভেন্যু নিয়ে আলোচনার জন্য দেখা করতে পারেন।
আপাতত যা খবর সেপ্টেম্বরের ৭ তারিখ থেকে বা মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে টুর্নামেন্ট শুরু হতে পারে। আগামী বছর ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তার প্রস্তুতি হিসেবেই এই টুর্নামেন্ট আয়োজন হবে এবার কুড়ির ফর্ম্য়াটে। সেক্ষেত্রে ভারত যদি খেলেও, তাহলে রোহিত শর্মা ও বিরাট কােহলিকে হয়ত দেখা যাবে না টুর্নামেন্টে। কারণ দুজনেই কুড়ির ফর্ম্য়াট থেকে সরে দাঁড়িয়েছেন গত বছরই।
কিছুদিন আগেই মনসুখ মাণ্ডব্য জানিয়েছিলেন দ্রুত ন্যাশনাল স্পোর্টস গর্ভনেন্স বিল আনা হবে। পাশাপাশি তিনি এও জানান যে ভারত ও পাকিস্তান আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্রীড়ায় একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে। শোনা যাচ্ছে সম্ভাব্য সূচি অনুযায়ী ভারতীয় দল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ৫ সেপ্টেম্বর ও ১২ সেপ্টেম্বর, দুইবার মাঠে নামতে পারে।
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মাণ্ডব্য় বলেন, 'আমাদের স্ট্যান্ড তো স্পষ্ট। ক্রিকেট হোক, হকি বা অন্য কোনও খেলা, আন্তর্জাতিক স্তরে আমাদের পাকিস্তানের বিরুদ্ধে খেলতে কোনও সমস্যা নেই। তবে দ্বিপাক্ষিক ম্যাচের ক্ষেত্রে তো সকলেই সরকারের অবস্থান জানেন।' প্রাথমিকভাবে এবারের টুর্নামেন্টে মোট ৮ দলের মধ্যে খেলার কথা ছিল। তবে শোনা যাচ্ছে সেই সংখ্যা কমিয়ে ৬ করা হতে পারে। সেক্ষেত্রে ওমান এবং হংকং টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারে। টুর্নামেন্টে অংশ নিতে পারে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহি।




















