IND vs AUS: থামল না বৃষ্টি, ক্যানবেরায় পরিত্যক্ত প্রথম টি টোয়েন্টি ম্যাচ
IND vs AUS: সূর্যকুমার যাদবের নেতৃত্বে আজ ২৯ অক্টোবর থেকে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল।
LIVE

Background
ওয়ান ডে ফর্ম্য়াটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে। পারথ ও অ্য়াডিলেডে পরপর দুটো ম্যাচে অস্ট্রেলিয়া জয় ছিনিয়ে নিয়েছিল। কিন্তু সিডনিতে নিয়মরক্ষার ম্য়াচে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। রোহিত শর্মা শতরান করেন, বিরাট কোহলি অর্ধশতরানের ইনিংস খেলেন। তবে এবার ওয়ান ডে নয়, টি-টোয়েন্টির লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।
সূর্যকুমার যাদবের নেতৃত্বে আগামীকাল ২৯ অক্টোবর থেকে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। শেষ ওয়ান ডে-তে জয়ের ফলে যে আত্মবিশ্বাস বেড়েছিল, সেই আত্মবিশ্বাস থেকেই কুড়ির ফর্ম্য়াটে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। এক নজরে দেখে নেওয়া যাক কুড়ির ফর্ম্য়াটে দু দলের মহারণে কারা এগিয়ে, কারা পিছিয়ে- - - -
এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফর্ম্য়াটে মোট ৩২টি ম্য়াচ খেলেছে ভারত ও অস্ট্রেলিয়া। মেন ইন ব্লুজরা কিছুটা এগিয়েই আছে এই ফর্ম্য়াটে অজি শিবিরের বিরুদ্ধে। মোট ২০টি ম্য়াচে ভারত জিতেছে। ১১ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। একটি ম্য়াচের কোনও ফল বেরয়নি। শেষবার গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দু দলের মুখোমুখি মহারণে ভারতীয় দল ২৪ রানে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল। ভারত সেই ম্য়াচে প্রথমে ব্য়াটিং করতে নেমে ২০৫ রান বোর্ডে তুলেছিল। রোহিত শর্মা ৪১ বলে ৯২ রানের ইনিংস খেলেছিলেন। সাতটি বাউন্ডারি ও আটটি ছক্কা হাঁকিয়েছিলেন হিটম্য়ান। অস্ট্রেলিয়া ১৮১ রানই বোর্ডে তুলেছিল। প্রথমবার এই ফর্ম্য়াটে দুটো দল আমনে সামনে হয়েছিল ২০০৭ সালে। সেই ম্যাচেও ভারতীয় দল ১৫ রানে জয় ছিনিয়ে নিয়েছিল। যুবরাজ সিংহ ৩০ বলে ৭০ রানের ইনিংস খেলেছিলেন। তৎকালিন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ৩৬ রান করেছিলেন।
IND vs AUS Live: প্রথম টি টোয়েন্টি কলড অফফ
বৃষ্টিই শেষ হাসি হাসল। প্রথম টি টোয়েন্টিতে আর খেলা শুরুই করা গেল না।
IND vs AUS Live Score: ৯ ওভারে ভারত বোর্ডে তুলল ৮২/১
ব্যাট হাতে দারুণ ছন্দে সূর্যকুমার যাদব ও শুভমন গিল। দুজনেই মারমুখি মেজাজে খেলছেন। প্রথম ৯ ওভারে ১ উইকেট হারিয়ে বোর্ডে ৮২ রান তুলে নিল ভারত।




















