IND vs AUS: আজ জিতলেই সিরিজ পকেটে, ব্রিসবেনে পঞ্চম টি-টোয়েন্টিতে ভারতীয় একাদশে রিঙ্কু
IND vs AUS T20: তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি ম্য়াচে ভারত জিতে সিরিজে এগিয়ে রয়েছে এই মুহূর্তে। পঞ্চম টি-টোয়েন্টি জিতলেই সিরিজ পকেটে পুরে নেবে সূর্যকুমার যাদবের দল।

ব্রিসবেন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্য়াচে ভারতীয় একাদশে সুযোগ পেলেন রিঙ্কু সিংহ। সিরিজে এই মুহূর্তে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। প্রথম ম্য়াচে বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্য়াচে অস্ট্রেলিয়া সিরিজে এগিয়ে গিয়েছিল। তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি ম্য়াচে ভারত জিতে সিরিজে এগিয়ে রয়েছে এই মুহূর্তে। পঞ্চম টি-টোয়েন্টি জিতলেই সিরিজ পকেটে পুরে নেবে সূর্যকুমার যাদবের দল। আর শেষ ম্য়াচে ভারতীয় একাদশে সুযোগ পেলেন রিঙ্কু সিংহ। তিলক বর্মাকে বসিয়ে রিঙ্কুকে খেলানো হয়েছে।
সিরিজে এগিয়ে থাকলেও ব্রিসবেনে ভারতীয় দলের রেকর্ড কিন্তু একেবারেই আশানুরুপ নয়। গাব্বায় এখনও পর্যন্ত মাত্র একটি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছে ভারত। ২০১৮ সালে বিরাট কোহলির ক্যাপ্টেন্সিতে সেই ম্য়াচে চার রানে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেটিও ছিল বৃষ্টিবিঘ্নিত ম্য়াচ। সেদিনের ম্য়াচে অস্ট্রেলিয়া ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান বোর্ডে তুলেছিল। গ্লেন ম্য়াক্সওয়েল সর্বােচ্চ ৪৬ রান করেছেন। বৃষ্টির জন্য ডিএলএস মেথড অনুযায়ী ১৭৪ রান লক্ষ্যমাত্রা দাঁড়ায়। জবাবে ভারতীয় দল ৭ উইকেট হারিয়ে বোর্ডে ১৬৯ রান তুলেছিল। শিখর ধবন ৭৬ রানের ইনিংস খেলেছিলেন।
ব্রিসবেনে ভারতীয় পেসার জসপ্রীত বুমরা আর একটি উইকেট নিলেই নতুন নজির গড়ে ফেলবেন। আর একটি মাত্র উইকেট নিলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশো উইকেট নিয়ে ফেলবেন তারকা পেসার। আর সেক্ষেত্রে বুমরাই হবেন দেশের প্রথম পেসার যিনি তিন ফর্ম্য়াটেই একশো বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্বের অধিকারী হবেন। চলতি টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও পর্যন্ত তিনটি উইকেট ঝুলিতে পুরেছেন। এখনও পর্যন্ত ৭৯টি -টোয়েন্টি ম্য়াচে মোট ৯৯ উইকেট ঝুলিতে পুরেছেন কুড়ির ফর্ম্য়াটে। ৭ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছিলেন একটি ম্য়াচে। যা তাঁর কেরিয়ারের সেরা টি-টোয়েন্টি বোলিং স্পেল। এখনও পর্যন্ত ৫০ টেস্ট খেলতে নেমে ২২৬ উইকেট নিয়েছেন ডানহাতি তারকা পেসার। ওয়ান ডে ফর্ম্যাটে ৮৯ ম্য়াচে মোট ১৪৯ উইকেট নিয়েছেন।
View this post on Instagram
ব্রিসবেনে ভারতীয় একাদশ: অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংহ, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, অক্ষর পটেল, অর্শদীপ সিংহ, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা




















