India vs Australia Live: ভারতের ১৮৫ রানের জবাবে ব্যাটে নেমে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৯/১
India vs Australia Live Updates: ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে আকাশ দীপ চোটের জন্য খেলবেন না বলে জানালেও, রোহিতের প্রসঙ্গে কোনও জবাব দেননি গৌতম গম্ভীর।
LIVE
Background
সিডনি: ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজের শেষ ম্য়াচ খেলতে নামছে দুই দল। চলতি বর্ডার গাওস্কর ট্রফির প্রথম চার টেস্ট পরে রোহিত শর্মা অ্য়ান্ড কোং ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে এই মুহূর্তে। সিডনি টেস্টে ড্র করলেও সিরিজ হারাতে হবে ভারতকে। আর হারলে তো ব্যবধান আরও বাড়বে। কিন্তু জয় ছিনিয়ে নিলে বর্ডার গাওস্কর ট্রফি রিটেইন করতে পারবে টিম ইন্ডিয়া। এর আগে ২০১৭-১৮ মরশুমে ও ২০২০-২১ মরশুমে সিরিজ জিতেছিল ভারত। গত ১০ বছরের বর্ডার গাওস্কর ট্রফি ভারতের থেকে ছিনিয়ে নিতে পারেনি অজ়ি ব্রিগেড।
ভারতীয় অনুশীলনে যে ছবিটা ধরা পড়ল, তাতে কিন্তু সিডনিতে টসের সময় ভারতীয় দলের ব্লেজার পরে রোহিতের বদলে বুমরার মাঠে নামার সম্ভাবনা আরও জোরাল হয়েছে। বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজারা যখন ভারতীয় দলের অনুশীলনে গা গরম করার জন্য ফুটবল খেলছিলেন, তখন বাকিদের থেকে আলাদাভাবে বুমরা ও কোচ গৌতম গম্ভীরকে বেশ খানিকক্ষণ কথা বলতে দেখা যায়। এরপর গম্ভীরকে নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গেও কথা বলতে দেখা যায়। এই ঘটনাপ্রবাহই বুমরার সিডনিতে অধিনায়কত্ব করার জল্পনা বাড়াচ্ছে।
তবে রোহিত শর্মা (Rohit Sharma) সিডনিতে খেলবেন কি না, সেই বিষয়ে কিন্তু কোনওরকম নিশ্চয়তা দেননি গম্ভীর। সাধারণত টেস্ট ম্যাচের আগের দিন অধিনায়কই সাংবাদিক বৈঠক করে থাকেন। কিন্তু এদিন সাংবাদিকদের সামনে রোহিতের বদলে কোচ গম্ভীর হাজির হন। তাই স্বাভাবিকভাবেই রোহিত সম্পর্কে প্রশ্ন উঠে। রোহিতের ভবিষ্যৎ নিয়ে কোনও প্রশ্নের অবশ্য উত্তর দিতে চাননি গম্ভীর।
সূত্রের খবর, রোহিত শর্মা নাকি সিডনি টেস্টের আগেই গৌতম গম্ভীর ও অজিত আগরকরকে জানিয়ে দিয়েছেন যে তিনি সিডনি টেস্টে খেলতে চান না।
IND vs AUS 5th Test: প্রথম দিনের খেলা শেষ
শেষবেলায় যশপ্রীত বুমরা ও স্যাম কনস্টাসের মধ্যেকার ঘটনা উত্তেজনার পারদ চড়ায়। দুইজনের তর্কাতর্কির ঠিক পরের বলেই উসমান খাওয়াজাকে সিরিজ়ে ষষ্ঠবার আউট করলেন যশপ্রীত বুমরা। দিনের খেলাও শেষ হল। অস্ট্রেলিয়ার স্কোর ৯/১। ভারত আপাতত ১৭৬ রানে এগিয়ে।
IND vs AUS 5th Test LIVE: অল আউট ভারত
শেষ দুই উইকেটে উঠল ৩৭ রান। লড়াকু ২২ রান করলেন বুমরা। ১৮৫ রানে শেষ হল ভারতের ইনিংস।
IND vs AUS 5th Test: কোনওক্রমে ১৫০ পার
কোনওক্রমে আট উইকেট হারিয়ে ১৫০ রানের গণ্ডি পার করল ভারতীয় দল। ক্রিজে আপাতত বুমরা ও প্রসিদ্ধ রয়েছেন।
IND vs AUS 5th Test LIVE: অল আউটের মুখে ভারত
বেশ খানিকটা বিতর্কিতভাবে আউট হলেন ওয়াশিংটন সুন্দর। আম্পায়ার তাঁকে প্রাথমিকভাবে আউট না দিলেও, রিভিউয়ে অনেকক্ষণ বিভিন্ন দিক দেখার পর তাঁকে আউট দেওয়া হয়।
IND vs AUS 5th Test: দুইয়ে দুই
ইনিংস অনেকটা সামলে নিয়েছিলেন, পন্থ এগোচ্ছিলেন অর্ধশতরানের দিকে। তবে পরপর দুই বলেই ফের ম্যাতের মোড় ঘুরে গেল। ফের খাদের কিনারায় ভারতীয় দল। দুই বলে পন্থ ও নীতীশ কুমার রেড্ডিকে ফেরালেন বোল্যান্ড। ১২০ রানে ছয় উইকেট হারিয়ে ম্যাচে একেবারে ব্যাকফুটে টিম ইন্ডিয়া।