IND vs AUS: পন্থের ঝোড়ো অর্ধশতরান, হাতে ৪ উইকেট, অস্ট্রেলিয়াকে দুশোর লক্ষ্যমাত্রা দিতে মরিয়া ভারত
Border Gavaskar Trophy: দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান বোর্ডে তুলে নিয়েছে ভারতীয় দল। ক্রিজে আছেন রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংট সুন্দর।
সিডনি: আপাতত খেলার গতি প্রকৃতি যা তাতে এটুকু পরিষ্কার হয়ত আগামীকাল অর্থাৎ ৫ জানুয়ারি রবিবাবরই ম্য়াচের ফল নির্ধারিত হয়ে যাবে। সিডনি টেস্টে প্রথম ইনিংসে ১৮৫ রানে অল আউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। এরপর ব্যাট করতে নেমে ১৮১ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান বোর্ডে তুলে নিয়েছে ভারতীয় দল। ক্রিজে আছেন রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংট সুন্দর।
লাঞ্চের বিরতির পরই এদিন বুমরাকে ড্রেসিরুমে চলে যেতে হয়। চোটের জন্য মাঠে নামতে পারেননি আর বুমরা। স্ক্যান করাতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অস্ট্রেলিয়া ১৮১ রানের বেশি বোর্ডে তুলতে পারেনি। মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ ৩টি করে উইকেট নেন। ৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। ওপেনিং জুটি ভালই এগোচ্ছিলেন। প্রথম ওভারেই স্টার্ককে চারটি বাউন্ডারি হাঁকান জয়সওয়াল। কিন্তু বোল্যান্ড ফিরতেই ত্রাস হয়ে ওঠেন তিনি ভারতীয় ব্যাটারদের সামনে। প্রথমে ফেরান যশস্বীকে। ২২ রানে ফেরেন ভারতীয় ওপেনার। ৪২ রানের মাথায় প্রথম উিকেটের পতন হয় ভারতের। এরপর কে এল রাহুলও ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন বোল্যান্ডের বলে বোল্ড হয়ে। শুভমন গিলও ১৩ রান করে ওয়েবস্টারের বলে আউট হন। বোল্যান্ডের তৃতীয় শিকার হন বিরাট কোহলি। মাত্র ৬ রান করেন তিনি। আরও একবার খোঁচা দিয়ে অফস্টাম্পের বল খেলতে গিয়ে ক্যাচ আউট হলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ৭৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসেছিল ভারত।
এরপরই পন্থের ঝোড়ো ব্যাটিং শুরু হয়। ক্রিজে এসে প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিলেন। মাত্র ২৯ বলে অর্ধশতরানও পূরণ করেন। শেষ পর্যন্ত ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কার সাহায্য়ে ৩৩ বলে ৬১ রানের ইঅনিংস খেলেন আউট হন দিল্লর তরুণ উইকেট কিপার ব্যাটার। নীতীশ রেড্ডি এদিনও ব্যর্থ। ৪ রান করে ফেরেন। দিনের খেলা শেষ হওয়ার সময় ক্রিজে আছেন জাডেজা ও সুন্দর। আর মোটামুটি ৬০-৬৫ রান অন্তত বোর্ডে যোগ করতে পারলে কিছুটা অ্যাডভান্টেজ থাকবে ভারতের। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেষ ১২টি ম্য়াচে সেকেণ্ডে ইনিংসে দুশোর বেশি রান বোর্ডে উঠেছে মাত্র ১ বার। তবে দ্বিতীয় ইনিংসে বুমরা কতটা ফিট হয়ে মাঠে নামতে পারেন তার ওপর অনেক কিছু নির্ভর করছে।