IND vs AUS: 'সাদা বলের ফর্ম্যাটে বিশ্বের সেরা ২ জন ব্যাটার', অজি সিরিজের আগে বিরাট, রোহিতের প্রশংসায় গিল
Gill On Virat And Rohit: আগামী ২৩ ও ২৫ অক্টোবর ওয়ান ডে সিরিজের পরের দুটো ম্য়াচ। এরপর ২৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।

পারথ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ দিয়েই এই ফর্ম্য়াটে পূর্ণাঙ্গভাবে ভারতের অধিনায়ক হিসেবে পা রাখতে চলেছেন শুভমন গিল। টেস্ট ফর্ম্য়াটে আগেই অধিনায়ক হয়েছিলেন ডানহাতি ভারতীয় ওপেনার। কিন্তু এবার ৫০ ওভারের ফর্ম্য়াটে দায়িত্ব। তাও সামনে অস্ট্রেলিয়ার মত শক্তিশালী দল। ২২ গজের লড়াইয়ে নামার আগে ভারতীয় দলের অভিজ্ঞ ২ ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ হলেন শুভমন গিল।
রো-কো জাতীয় দলে ফেরায় নিঃসন্দেহে দলের ভারসাম্য বাড়বে। গিল বলছেন, ''ওঁদের যে স্কিল, ওঁদের যে অভিজ্ঞতা তা আমাদের দলের ছেলেদের সঙ্গে ভাগ করে নিতে চলেছেন। এতে অবশ্যই আমাদের দলের শক্তি বাড়বে। আমি মনে করি বিশ্ব ক্রিকেটে সাদা বলের ফর্ম্য়াটে ২ সেরা ব্যাটার ওঁরা।''
গিল আরও বলছেন, ''রোহিত শর্মা ও বিরাট কোহলি, এমন দুজন প্লেয়ার যাঁদের আমি ছোট থেকে দেখে আসছি। যাঁদের ছোট থেকে আদর্শ মেনেনি। এখনও যে খেলাটা ওঁরা খেলে। যে খিদে এখনও ওঁদের মধ্যে দেখা যায়, তা আমাকে প্রতি মুহূর্তে অনুপ্রাণিত করে। এটা আমার কাছে বিরাট সম্মানের যে, ওঁদের উপস্থিতিতে দলের নেতৃত্ব সামলানো। ওঁদের থেকে কোনও সিদ্ধান্ত নেওয়ার জন্য় আমি কখনওই লজ্জিত হব না। আমি সবসময় চাইব কোনও পরিস্থিতিতে রোহিত ভাই ও বিরাট ভাইয়ের থেকে পরামর্শ নেওয়ার।''
আগামী ২৩ ও ২৫ অক্টোবর ওয়ান ডে সিরিজের পরের দুটো ম্য়াচ। এরপর ২৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।
এদিকে, রোহিত শর্মার সঙ্গে তাঁর কেমন সম্পর্ক সেই নিয়েও সাংবাদিক বৈঠকে মুখ খুললেন শুভমন গিল। প্রথম ওয়ান ডে-তে নামার আগের দিন সাংবাদিক বৈঠকে এসে ওয়ান ডে ফর্ম্য়াটে ভারতের নতুন অধিনায়ক বললেন, ''বাইরে যাই বলা হোক না কেন, আমাদের মধ্যে কিছু হয়নি। সবকিছু পুরোনো দিনের মতই রয়েছে এখনও। ও সবসময় সাহায্য করে। সবসময় অভিজ্ঞতা ভাগ করে নিতে ভালবাসে। আমি ওঁর থেকে পরামর্শ চেয়েছি। আমি জিজ্ঞেস করি সবসময়। রোহিত ভাই অধিনায়ক থাকলে কী করে থাকেন, সেগুলো জানি। আমি অন্যান্য প্লেয়ারদের মাথায় কী চলছে, সেটাও জানতে চাই। বিরাট এবং রোহিত ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক ভাল। আমি সবসময় ওদের পরামর্শ নিই। ওরা নিজেদের মতামত জানাতে দ্বিধা করে না।'




















