India vs Bangladesh Live Updates: আশঙ্কাই সত্যি হল, বৃষ্টিতে মাত্র ৩৫ ওভারেই থামল প্রথম দিনের খেলা
India vs Bangladesh 2nd Test Scorecard Live Update: বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ়ে ১-০ এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল।
LIVE

Background
IND vs BAN Live Updates: বাংলাদেশের সংগ্রহ ১০৭
বাংলাদেশ তিন উইকেটের বিনিময়ে ১০৭ রানে দিনশেষ করল। বাংলাদেশের হয়ে মোমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ছয় রানে অপরাজিত রইলেন।
India vs Bangladesh Live: সময়ের বহু আগেই শেষ খেলা
বৃষ্টির দোসর খারাপ আলো। বাধ্য হয়েই নির্ধারিত সময়ের অনেক আগেই বন্ধ করতে হল খেলা। দ্বিতীয় টেস্টে প্রথম দিনে মাত্র ৩৫ ওভারই বল করা সম্ভব হল।
IND vs BAN Live Updates: এখনও শুরু হয়নি খেলা
প্রাথমিকভাবে ম্যাচ খারাপ আলোর জন্য বন্ধ করা হলেও, মাঠ আপাতত কভার দিয়ে ঢেকে ফেলা হয়েছে। অর্থাৎ খুব দ্রুত যে ম্যাচ শুরু হচ্ছে না, তা বলাই বাহুল্য।
India vs Bangladesh Live: আবারও বিঘ্নিত খেলা
মেঘে ঢাকা আকাশ। বেশ খানিকটা সময় ফ্লাড লাইটে খেলা চললেও, খারাপ আলোর জেরে বন্ধ করতে হল খেলা। মাঠ ছাড়লেন খেলোয়াড়রা। আফাতত ৩৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর তিন উইকেটে ১০৭ রান। ক্রিজে মোমিনুল ৪০ ও মুশফিকুর ছয় রানে অপরাজিত রয়েছেন।
IND vs BAN Live Updates: শতরানের গণ্ডি পার
তিন উইকেট হারিয়ে শতরানের গণ্ডি পার করল বাংলাদেশ। আকাশ দীপের বলে অনবদ্য স্ট্রেট ড্রাইভ মেরে দলগত সেঞ্চুরি পূরণ করলেন মোমিনুল। তিনি আপাতত ৩৬ রানে ব্যাট করছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
