IND vs BAN: শুক্রবার থেকে শুরু ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট, কখন, কোথায় দেখবেন রোহিতদের ম্য়াচ?
India vs Bangladesh: ২ ম্য়াচের টেস্ট সিরিজের শেষ ম্য়াচে আগামীকাল শুক্রবার থেকে শুরু। এই ম্য়াচ জিতলে সিরিজে হোয়াইটওয়াশ করার সুযোগ থাকছে বিরাটদের সামনে।
কানপুর: আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত- বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। প্রথম ম্য়াচে চেন্নাই টেস্টে ২৮০ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। ব্যাটে-বলে দু বিভাগেই টাইগারদের টেক্কা দিয়েছে রোহিত শর্মার দল। ২ ম্য়াচের টেস্ট সিরিজের শেষ ম্য়াচে আগামীকাল শুক্রবার থেকে শুরু। এই ম্য়াচ জিতলে সিরিজে হোয়াইটওয়াশ করার সুযোগ থাকছে বিরাটদের সামনে। এছাড়াও টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের নিরিখে ধরলে ম্য়াচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার কাছে।
কারা মুখোমুখি হবে?
শুক্রবার ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্য়াচ খেলতে নামবে
কোথায় ম্যাচ?
ম্য়াচটি হবে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে
কখন শুরু?
ম্যাচ শুরু হবে শুক্রবার সকাল ৯.৩০ থেকে
কোথায় দেখবেন ম্যাচ?
ডিডি স্পোর্টস ও স্পোর্টস 18 চ্যানেলে দেখা যাবে ভারত বনাম বাংলাদেশ টেস্ট
অনলাইনে কীভাবে দেখবেন ম্য়াচ?
জিও সিনেমায় অনলাইনে এই ম্য়াচটি দেখা যাবে
এদিকে, কানপুরে স্পিনের বিরুদ্ধে প্রস্তুতিতে বেশ বেকায়দায় পড়তে হল বিরাট কোহলিকে। অতীতেও বারংবার কোহলির স্পিন খেলার দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, উপরন্তু, নেটে এমন ঘটনা কিন্তু ভারতীয় সমর্থকদর জন্য উদ্বেগেরই বটে।বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে কোহলি যথাক্রমে ছয় ও ১৭ রানের ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশি স্পিন বোলার মেহেদি হাসানের বলেই এলবি হন 'কিং কোহলি'।
পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রিন পার্কের পিচ কিউরেটর শিব কুমার বলেন, 'এই ম্যাচেও অনেকটা চেন্নাইয়ের ম্যাচের মতোই দৃশ্য দেখা যাবে। পিচের সবার জন্যই কিছু না কিছু মদত থাকবে। প্রথম দুই সেশনে পিচে বাউন্স থাকবে। প্রথম দুইদিন ব্যাটাররা ব্যাটিং করতেও বেশ মজা পাবেন। তারপর ম্যাচের শেষের তিনদিন স্পিনাররা ম্যাচে প্রভাব ফেলতে পারবেন। পিচ থেকে স্পিনারদের জন্য মদত থাকবে।'
গ্রিন পার্কের পিচ বরাবরই কানপুর থেকে ২৩ কিলোমিটার দূরে উন্নাওয়ের কাছে কালি মাট্টি গ্রাম থেকে আমদানি করা হয়। যেখানে লাল মাটির পিচ ফাস্ট বোলারদের সাহায্য করে থাকে, সেখানে কালো মাটির পিচ সাধারণত স্পিনারদের সাহায্য করে থাকে। কানপুরের এই মাঠের পিচ কিন্তু কালো মাটিরই হয়। উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক আধিকারিক বলেন, 'আমরা এই পিচটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পরীক্ষা করাব। কালি মিট্টির গ্রামের এক পুকুরের সামনে পাওয়া এটি বিশেষ এক ধরনের মাটি। ওই গ্রাম থেকেই আমরা সবসময় মাটি নিয়ে আসি।'