R Ashwin: বাংলা টাইগারদের বিরুদ্ধে অশ্বিনের গর্জন, মুরলিধরনের সর্বকালীন রেকর্ডে ভাগ বসালেন তারকা স্পিনার
IND vs BAN 2nd Test: কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট পাঁচটি উইকেট নেন আর অশ্বিন।
কানপুর: সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ উইনার কে? অনেকেরই জবাব হবে আর অশ্বিন (R Ashwin)। অন্তত ভারতীয় উপমহাদেশে তাঁর রেকর্ড কিন্তু চমকপ্রদ। বাংলাদেশের বিরুদ্ধে (India vs Bangladesh) ফের একবার জ্বলে উঠেন ভারতা তারকা অলরাউন্ডার। প্রথম টেস্টে সেঞ্চুরি ও ছয় উইকেট নিয়েছিলেন, দ্বিতীয় টেস্টে নিলেন মোট পাঁচ উইকেট। মোট ১১৪ রান ও ১১টি উইকেট নিয়ে ফের একবার সিরিজ় সেরা হলেন অশ্বিন।
এই নিয়ে মোট ১১বার কোনও টেস্ট সিরিজ়ের সেরা ক্রিকেটার হলেন অশ্বিন। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ় সেরার পুরস্কার হাতে তুলেই তিনি কিংবদন্তি মুথাইয়া মুরলিধরনের কৃতিত্বে ভাগ বসালেন। লঙ্কান মহাতারকা মুরলিই এতদিন পর্যন্ত টেস্টে সর্বাধিকবার ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন। কিন্তু তিনি আর একা নন, অশ্বিনও এখন সমান সংখ্যক সিরিজ় সেরা পুরস্কারজয়ী। তবে তিনি মুরলির থেকে এক, দুই নয়, ১৮ সিরিজ় কম খেলে এই কৃতিত্ব গড়লেন। ৪৩টি টেস্ট সিরিজ়ের ১১টি সেরা হন অশ্বিন।
দ্বিতীয় টেস্টে দুইদিন ভেস্তে গেলেও মাত্র দুইদিনের কিছু বেশি সময়েই বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ সাত উইকেটে জিতে নেয় ভারত। দ্বিতীয় ইনিংসে সেই জয়ের ভিতটা রাখেন অশ্বিনই। দ্বিতীয় ইনিংসের শুরুর তিনটি উইকেটই নেন অশ্বিন। তবে দুরন্ত পারফরম্যান্সের পরেও, অশ্বিনের মুখে কিন্তু কেবল দলেরই কথা।
তিনি ম্যাচ শেষে বলেন, 'দলের হয়ে পারফর্ম করতে পেরে সত্যি বলতে বেশ ভাল লাগছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে আমরা যেখানে দাঁড়িয়ে সেই নিরিখে এটা বিরাট বড় জয় ছিল। প্রথম ইনিংসে মধ্যাহ্নভোজের পর ওদের যখন আমরা আউট করলেন, তখন রোহিত আমাদের জানিয়ে দেয় যে আমরা এই ম্যাচ জয়ের জন্য ঝাঁপাব। ও প্রথম বলেই স্টেপ আউট করে ছক্কা হাঁকায় এবং দলের সকলের জন্য উদাহরণ তৈরি করে।'
তিনি আরও যোগ করেন, 'এই বোলিং আক্রমণের অংশ হতে পারাটা আমার সৌভাগ্য। যেভাবে বুমরা বল করেছে, সিরাজ, আকাশ বল করেছে, তা প্রশংসা পাওয়ার যোগ্য, আর জাড্ডুর বিষয়ে আলাদা কীই বা আর বলি। টেস্ট ম্যাচে ক্যারাম বল আমি খুব একটা বেশি ব্যবহার করি না। এখানে একটা স্পেল করা, ছন্দে পাওয়াটা বেশি জরুরি। সেটা করতে পেরেছি।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: তরুণ ক্রিকেটারের আচমকা মৃত্যুতে শোকাহত ময়দান, অনুশীলন শুরুর আগে নীরবতা পালন বাংলা দলের