Bengal Cricket Team: তরুণ ক্রিকেটারের আচমকা মৃত্যুতে শোকাহত ময়দান, অনুশীলন শুরুর আগে নীরবতা পালন বাংলা দলের
Bengal Cricketer Death: পারিবারিক সূত্রে খবর, বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন আসিফ।
কলকাতা: বাংলার ময়দানে শোকের ছায়া। সোমবার, ৩০ সেপ্টেম্বর ২৮ বছর বয়সি তরুণ ক্রিকেটার এসকে আসিফ হোসেন (Sk Asif Hussain) প্রয়াত হন। সেই ক্রিকেটারকে বিশেষভাবে সম্মান জানালেন লক্ষ্মীরতন শুক্লরা।
আজ বাংলার সিনিয়র দলের প্রস্তুতিপর্ব শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেন বাংলার ক্রিকেটাররা (Bengal Cricket Team)। ২২ গজের দুই ধারে দাঁড়িয়ে মাথা নীচু করে ভারাক্রান্ত হৃদয়ে প্রয়াত ক্রিকেটারের উদ্দেশে সম্মান জানানো হয়। সোমবার হঠাৎই উঠতি ক্রিকেটারের মৃত্যুর খবরে বাংলার ময়দান শোকাহত হয়। তাঁর মৃত্যুটাও বেশ আকস্মিক এবং বিস্মিত করার মতোই।
পারিবারিক সূত্রে খবর, বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন আসিফ। চোট পাওয়ার পর একটি বেসরকারি হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় আসিফকে। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। তবে লাভের লাভ কিছু হয়নি। হাসাপাতালে নিয়ে যাওয়া হলেই সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আসন্ন মরশুমে স্পোর্টিং ইউনিয়নে সই করেছিলেন আসিফ। অতীতে টাউন, এরিয়ানের মতো ক্লাবেও খেলেছেন। বাংলার বিভিন্ন বয়সভিত্তিক দলের হয়েও খেলেছেন তিনি। বেঙ্গল প্রো টি-২০ টুর্নামেন্টেও নজর কেড়েছিলেন এই ক্রিকেটার। অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সের হয়ে একটি ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ৫৭ বলে ৯৯ রানের ঝোড়ো ইনিংস। এমন এক প্রতিভাবান ক্রিকেটারের মৃত্যু যে বঙ্গ ক্রিকেটের ক্ষেত্রে হৃদয়বিদারক, তা বলাই বাহুল্য।
তবে ক্রিকেটার এবং দুর্ঘটনা, এই বিষয়টা হালে যেন ভারতীয় ক্রিকেটে একটু বেশি ঘন ঘন দেখা যাচ্ছে। ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনা এবং প্রত্যাবর্তনের গল্প জানেন না, এমন ক্রিকেটপ্রেমী খুঁজে পাওয়া কঠিন। সম্প্রতি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন মুশির খানও। গত শনিবার বাবা নৌশাদ খানের সঙ্গেই গাড়িতে ইরানি ট্রফি খেলতে যাচ্ছিলেন মুশির। সেই সময় যমুনা এক্সপ্রেসওয়েতে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় তাঁদের গাড়িটি। কাঁধে চোট পান মুশির। তাঁর হাড় ভেঙেছে বলেও শোনা গিয়েছে।
তবে এই ভয়ঙ্কর দুর্ঘটনার পর মুশির আপাতত বিপদসীমার বাইরে রয়েছেন, সেটাই স্বস্তি। তিনি নিজের ও তাঁর বাবার সুস্থতার কথা জানিয়ে ইতমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বার্তাও দিয়েছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: না না করেও... ধোনির IPL খেলা প্রসঙ্গে IIFA-র মঞ্চে মুখ খুললেন শাহরুখ, ভাইরাল KKR মালিকের মন্তব্য