India vs Bangladesh T20: ম্যাচের দিন বনধের ডাক, গ্বালিয়র মসজিদে যাওয়ার পরিকল্পনা বাতিল বাংলাদেশ ক্রিকেটারদের
Bangladesh Cricket Team: শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে, এই অভিযোগে ভারত বনাম বাংলাদেশ টি-২০ ম্যাচের দিন গ্বালিয়র বনধের ডাক দিয়েছে একটি দল।
গ্বালিয়র: টেস্ট সিরিজে ভারতের (India vs Bangladesh) হাতে ২-০ ব্যবধানে হারতে হয়েছে। এবার পরীক্ষা টি-২০ সিরিজে। রবিবার গ্বালিয়রে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলতে নামছে বাংলাদেশ (Bangladesh Cricket Team)। তার আগে শুক্রবার শহরের মোতি মসজিদে নমাজ পড়তে যাওয়ার কথা ছিল বাংলাদেশের ক্রিকেটারদের।
তবে সেই পরিকল্পনা বাতিল করেন বাংলাদেশের ক্রিকেটারেরা। পরিবর্তে টিম হোটেলেই নমাজ পড়েন তাঁরা। জানিয়েছেন গ্বালিয়র পুলিশের এক কর্তা। যদিও নিরাপত্তার সবরকম বন্দোবস্ত করা হয়েছিল পুলিশের তরফে। অপেক্ষায় ছিলেন সাংবাদিকরাও।
গ্বালিয়র জোনের ইন্সপেক্টর জেনারেল অরবিন্দ সাক্সেনা সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, 'মোতি মসজিদে নিরাপত্তার সবরকম ব্যবস্থা করে রেখেছিলাম আমরা। তবে বাংলাদেশের ক্রিকেটারেরা আসেননি। তবে কোনও সংগঠন ওঁদের আসা নিয়ে কোনও ঝামেলার হুমকি দেয়নি। হয়তো দলের ম্যানেজমেন্ট মসজিদে নমাজ পড়ার পরিকল্পনা বাতিল করার এই সিদ্ধান্ত নিয়েছে।' বাংলাদেশের টিম হোটেল থেকে ফুলবাগের মোতি মসজিদ মাত্র ৩ কিলোমিটার দূরত্বে অবস্থিত। সামান্য দূরত্বের মসজিদে কেন গেলেন না বাংলাদেশের ক্রিকেটারেরা, তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট দল বা সে দেশের ক্রিকেট বোর্ড থেকে কিছু বলা হয়নি।
যদিও রবিবার গ্বালিয়রের ম্যাচ ঘিরে বেশ উত্তেজনা রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে, এই অভিযোগে ভারত বনাম বাংলাদেশ টি-২০ ম্যাচের দিন গ্বালিয়র বনধের ডাক দিয়েছে একটি দল।
জানা গিয়েছে, গ্বালিয়রের সবচেয়ে নামী মুসলিম ধর্মগুরু শাহার কাজি বাংলাদেশের টিম হোটেলে গিয়ে দুপুর একটা থেকে আড়াইটে পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটারদের নমাজ এ জুমা পাঠ করিয়েছেন।
আরও পড়ুন: অঙ্কিতের সেঞ্চুরিতে বিরাট জয় বাংলার, অভিষেকেই নায়ক কিংবদন্তির পুত্র
বাংলাদেশের টিমহোটেল থেকে যে মাঠে ৩ অক্টোবর থেকে বাংলাদেশের ক্রিকেটারেরা প্র্যাক্টিস করছেন, সেই মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামের দূরত্ব ২৩ কিলোমিটার। নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে আর বাংলাদেশের ক্রিকেটারেরা সূচি মেনেই প্রস্তুতি সারছেন। স্থানীয় নিরাপত্তা আধিকারিকেরা জানিয়েছেন, সেখানে টিম হোটেল থেকে মাত্র ৩ কিলোমিটার দূরের মসজিদে যাওয়ার ব্যবস্থা করা তাদের কাছে মাথাব্যথার কারণই ছিল না। জানা গিয়েছে, রবিবার ম্যাচের দিন আড়াই হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হবে।
আরও পড়ুন: ব্যর্থ অভিমন্যুর লড়াই, ২৭ বছর পর ইরানি কাপ জিতল রাহানের মুম্বই