India vs Bangladesh: একমাত্র প্রস্তুতি ম্যাচে পন্থ, হার্দিকের ব্যাটিং এবং অলরাউন্ড বোলিংয়ে বাংলাদেশকে হারাল ভারত
T20 World Cup 2024 Ind vs Ban: নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে মুখোমুখি ভারত ও বাংলাদেশ।
LIVE

Background
IND vs BAN: দুরন্ত জয়
নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটের বিনিময়ে ১২২ রানেই থেমে গেল বাংলাদেশের লড়াই। ৬০ রানের বিরাট ব্যবধানে জয় পেল ভারতীয় দল।
IND vs BAN Live: পরপর সাফল্য
পরপর দুই ওভারে দুই সাফল্য পেল ভারত। হৃদয়কে ১৩ রানে ফেরালেন অক্ষর পটেল। হার্দিকের বলে ১৭ রানে আউট হন তানজ়িদ হাসান। অর্ধশতরানের আগেই আধা বাংলাদেশ দল সাজঘরে ফিরে গেল। ইনিংসের মাঝপথে ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪৬/৫।
IND vs BAN: পাওয়ার প্লেতে ভারতের দাপট
পাওয়ার প্লের ছয় ওভারে ভারতীয় বোলারদের দাপটে কোণঠাসা বাংলাদেশ। বাংলা টাইগাররা তিন উইকেটের বিনিময়ে মাত্র ২৭ রান তুলল।
IND vs BAN Live: তৃতীয় উইকেটের পতন
আগের বলেই হাত ফস্কে বল উড়ে গিয়েছিল মহম্মদ সিরাজের হাত থেকে। ঠিক পরের বলেই বাংলাদেশ অধিনায়ককে ফেরালেন তিনি। সিরাজের গতিতে পরাস্ত হলেন নাজমুল হোসেন শান্ত। ১০ রানেই তিন উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ।
IND vs BAN: আগুনে অর্শদীপ
ইনিংসের শুরুতেই অর্শদীপ সিংহের আগুনে বোলিং। দুই উইকেট পেলেন বাঁ-হাতি ফাস্ট বোলার। এক রানে ফেরালেন তানজ়িদ হাসানকে। লিটন দাসকেও ছয় রানে বোল্ড করেন তিনি। তিন ওভার শেষে বাাংলাদেশের স্কোর ৯/২।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
