আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
India vs Bangladesh: বাংলাদেশের উচ্ছ্বাস থামিয়ে কপিল-কিরমানিদের পাশে জায়গা করে নিলেন অশ্বিন-জাডেজা
IND vs BAN: ঘরের মাঠে টেস্টে সাত নম্বর বা আরও নীচের দিকের পার্টনারশিপে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান রয়েছে কপিল দেব ও সৈয়দ কিরমানির।
![India vs Bangladesh: বাংলাদেশের উচ্ছ্বাস থামিয়ে কপিল-কিরমানিদের পাশে জায়গা করে নিলেন অশ্বিন-জাডেজা India vs Bangladesh Test R Ashwin Ravindra Jadeja join Kapil Dev Syed Kirmani in elite Test partnership list India vs Bangladesh: বাংলাদেশের উচ্ছ্বাস থামিয়ে কপিল-কিরমানিদের পাশে জায়গা করে নিলেন অশ্বিন-জাডেজা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/19/ae144e92f39bbea7186d5dd5ab6731a0172675335765950_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
জুটিতে সুপারহিট। - পিটিআই
Source : PTI
চেন্নাই: অবিচ্ছেদ্য সপ্তম উইকেটে ১৯৫ রান যোগ করে ভারতীয় শিবিরে নতুন করে যেন প্রাণের সঞ্চার করেছেন আর অশ্বিন ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে চেন্নাইয়ে প্রথম টেস্টের প্রথম দিন পরপর উইকেট হারিয়ে একটা সময় ভারতের স্কোর দাঁড়িয়েছিল ১৪৪/৬। সেখান থেকে দিনের শেষে ভারতের স্কোর ৩৩৯/৬। ফের বড় স্কোরের আশা তৈরি হয়েছে ভারতীয় শিবিরে।
নেপথ্যে অশ্বিন ও জাডেজা। প্রথম দিনের শেষে ১১২ বলে ১০২ রানে অপরাজিত অশ্বিন। ১১৭ বলে ৮৬ রান করে ক্রিজে রয়েছেন জাডেজা। বৃহস্পতিবার একের পর এক নজির তৈরি করল এই জুটি। কিংবদন্তি কপিল দেব ও সৈয়দ কিরমানির সঙ্গে একই তালিকায় নাম লেখালেন অশ্বিন ও জাডেজা। কপিল ও কিরমানি জুটি ছাড়া ভারতীয়দের মধ্যে একমাত্র অশ্বিন ও জাডেজারই টেস্ট ক্রিকেটে সপ্তম উইকেট বা তারও নীচে ব্যাট করতে নেমে পার্টনারশিপে পাঁচশোর বেশি রান রয়েছে। কেরিয়ারে দ্বিতীয়বার টেস্টে জুটিতে একশো বা তার বেশি রান যোগ করলেন অশ্বিন ও জাডেজা। এর আগে মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৩০ রানের পার্টনারশিপ গড়েছিলেন দুজনে।
ঘরের মাঠে টেস্টে সাত নম্বর বা আরও নীচের দিকের পার্টনারশিপে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান রয়েছে কপিল দেব ও সৈয়দ কিরমানির। দেশের মাটিতে দুজনে জুটিতে ১৪ টেস্টে ৬১৭ রান করেছেন। তারপরই দুইয়ে উঠে এলেন আর অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। ১৪ টেস্টে দুজনে এখনও পর্যন্ত ৫০০ রান যোগ করেছেন। এমনকী, শুক্রবার আর ১১৮ রান যোগ করতে পারলে কপিল-কিরমানি জুটিকে পেরিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন: সমাজের মহিষাসুরেরা নিপাত যাক, প্রার্থনায় বিশেষ অনুষ্ঠান করছেন ডোনা
এই তালিকায় তিনে রয়েছে মহেন্দ্র সিংহ ধোনি ও ভি ভি এস লক্ষ্মণ জুটি। ৩ টেস্টে দুজনে মিলে ৪৮৬ রান যোগ করেছিলেন। তালিকায় চার নম্বরে সৈয়দ কিরমানি ও রবি শাস্ত্রী জুটি। ৮ টেস্ট ম্যাচে ৪৬২ রান করেছেন দুজনে। এই তালিকায় পাঁচ নম্বরে আছেন বাংলার এক ক্রিকেটারও। তিনি, ঋদ্ধিমান সাহা। রবীন্দ্র জাডেজার সঙ্গে মিলে জুটিতে ভারতের মাটিতে ৯ টেস্টে ৪২১ রান যোগ করেছেন ঋদ্ধি।
বৃহস্পতিবার ম্যাচে একটা সময়ে বেশ চাপে পড়ে গিয়েছিল ভারত। শুরুতেই রোহিত শর্মা, বিরাট কোহলি ও শুভমন গিলের উইকেট হারিয়ে ৩৪/৩ হয়ে গিয়েছিল ভারত। ঋষভ পন্থ ও যশস্বী জয়সওয়াল মিলে সেই ধাক্কা কিছুটা কাটিয়ে ওঠার চেষ্টা করলেও পরপর ফিরে যান তাঁরা। আউট হয়ে যান কে এল রাহুলও। ১৪৪/৬, বাংলাদেশের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ার অশনি সংকেত দেখা যাচ্ছিল। অনেকে ভয় পাচ্ছিলেন, রাওয়ালপিণ্ডিতে পাকিস্তান যেভাবে বাংলাদেশের সামনে হোঁচট খেয়েছিল, ভারতীয় দলের হালও সেরকম হবে না তো?
সেখান থেকেই ঘুরে দাঁড়ায় ভারত। সৌজন্য অশ্বিন-জাডেজার অবিচ্ছেদ্য পার্টনারশিপ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)