আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
এক্সপ্লোর
Advertisement
Sourav Ganguly Exclusive: আর জি কর কাণ্ডে কুরুচিকর ভাষায় আক্রমণ, সাইবার ক্রাইম শাখায় অভিযোগ সৌরভের
RG Kar Protest: আর জি কর কাণ্ডের তীব্র নিন্দা করেছিলেন সৌরভ। তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) নাচের স্কুল দীক্ষামঞ্জরীর তরফে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল।
কলকাতা: আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) মহিলা চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় তোলপাড় গোটা বিশ্ব। প্রতিবাদ আন্দোলন, বিক্ষোভ, ধর্না চলছে সর্বত্র। তিনি নিজেও ন্যায়বিচারের দাবি তুলেছেন, প্রতিবাদের মঞ্চে জ্বালিয়েছেন মোমবাতি। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন।
তবু সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার হতে হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক কোনও প্রতিক্রিয়া দিচ্ছিলেন না। নীরবই থাকছিলেন। তবে মঙ্গলবার এক ইউটিউবার কুরুচিকর ভাষায় সৌরভকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন। যা দেখে প্রবল ক্ষুব্ধ জাতীয় দলের কিংবদন্তি ক্রিকেটার। রাজ্য পুলিশের সাইবার ক্রাইম বিভাগে ওই ইউটিউবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন সৌরভ। যার কপি রয়েছে এবিপি আনন্দের হাতেও।
আর জি কর কাণ্ডের তীব্র নিন্দা করেছিলেন সৌরভ। তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) নাচের স্কুল দীক্ষামঞ্জরীর তরফে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। বৃষ্টিতে ভিজে সেই মিছিলে হেঁটেছিলেন ডোনা, কন্যা সানা গঙ্গোপাধ্যায়। সেই মিছিলের শেষে মোমবাতি জ্বালিয়েছিলেন সৌরভ। একাধিক অনুষ্ঠানেও তিনি আর জি কর কাণ্ডের প্রতিবাদ করেছেন। তবে বারবার তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করে তাঁকে কাঠগড়ায় তোলা হয়েছে বলে অভিযোগ করেছেন সৌরভ ও তাঁর ঘনিষ্ঠরা। ডোনার মন্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। যা নিয়ে হতাশ, ক্ষুব্ধ নৃত্যশিল্পীও।
তবে এক ইউটিউবারের ভিডিও দেখে ভীষণ আহত হয়েছেন বলে এবিপি আনন্দকে জানিয়েছেন সৌরভ। সেই ইউটিউবার রীতিমতো 'রোস্ট' করবেন বলেই সৌরভের ভিডিও ও ছবি, কথা ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেই ভিডিওতে সৌরভকে নিয়ে অশ্লীল মন্তব্য করা হয়েছে। এমনকী, জীবিত অবস্থায় কী করে সৌরভের বায়োপিক তৈরি করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। গোটা ঘটনায় চূড়ান্ত ক্ষুব্ধ সৌরভ পদক্ষেপ করার চিন্তাভাবনা শুরু করেছিলেন। সেই মতো মঙ্গলবার রাতেই সৌরভের আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য ই-মেল মারফত সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন। সেখানে ওই ইউটিউবারের নাম ও ভিডিও লিঙ্ক দিয়ে পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে সাইবার ক্রাইম বিভাগকে।
তানিয়া বলছিলেন, 'বিষয়টি বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছে। অত্যন্ত আপত্তিকর ভাষা ব্যবহার করে ব্যক্তি আক্রমণ করা হয়েছে। অবিলম্বে এগুলো বন্ধ হওয়া দরকার। সেই কারণেই অভিযোগ জানানো হয়েছে।'
আর জি কর কাণ্ডে যেভাবে বিভিন্ন মন্তব্য ঘিরে বারবার গঙ্গোপাধ্যায় পরিবারকে নিশানা করা হচ্ছে, তা বন্ধ করার আর্জিও জানিয়েছেন সৌরভ-ডোনারা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement