India vs Bangladesh: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে রোহিতদের সতর্কবার্তা সৌরভের
Sourav Ganguly On IND vs BAN Test: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নামবে টিম ইন্ডিয়া। ২ ম্য়াচের টেস্ট সিরিজে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে নাজমুল হোসেন শান্তর দল।
![India vs Bangladesh: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে রোহিতদের সতর্কবার্তা সৌরভের india vs Bangladesh test team india must expect tough cricket from Bangladesh as they clean sweeped Pakistan India vs Bangladesh: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে রোহিতদের সতর্কবার্তা সৌরভের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/10/32faeb7febdd39330e244a014b9f6dd51725976968913206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: কিছুদিন আগেই পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে জয় ছিনিয়ে নিয়েছিল বাংলাদেশ (India vs Bangladesh)। নিজেদের ঘরের মাঠেই পাকিস্তানকে টেস্ট সিরিজে হারতে হয়েছিল। দু ম্য়াচের টেস্ট সিরিজে শান মাসুদের (Shan Masood) দলকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নামবে টিম ইন্ডিয়া। ২ ম্য়াচের টেস্ট সিরিজে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে নাজমুল হোসেন শান্তর দল। আর সেই সিরিজের আগে রোহিতদের সতর্ক করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
এক সাক্ষাৎকারে প্রাক্তন বিসিসিআই সভাপতি বলেন, ''বাংলাদেশ পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে হারিয়ে এসেছে। এটা কিন্তু একেবারেই সহজ বিষয় না। বাংলাদেশের প্লেয়ারদের প্রথমে শুভেচ্ছা জানাতে চাই। কিন্তু ভারতীয় দল আলাদা। এই দল দেশের মাটিতে হোক বা বিদেশের মাটিতে। বরাবরই অপ্রতিরোধ্য।'' এই নিয়ে তৃতীয়বার টেস্ট সিরিজ খেলতে ভারতে আসতে চলেছে বাংলাদেশ। এর আগে ২০১৬-১৭ মরশুমে ভারতে এসে বাংলাদেশ ০-১ ব্যবধানে হেরে গিয়েছিল। এরপর ২০১৯-২০ মরশুমে বাংলাদেশ ভারত সফরে এসে ০-২ ব্যবধানে সিরিজ হেরে গিয়েছিল।
তিনি নিজে মোমবাতি জ্বেলে প্রতিবাদে শামিল হয়েছিলেন। তাঁর স্ত্রী তথা নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়, কন্যা সানা গঙ্গোপাধ্যায় রাস্তায় নেমেছিলেন। মিছিলে হেঁটেছিলেন বিচারের দাবিতে। সৌরভ সোমবার বলেছেন, "যে বা যারা এই কাজটা করেছে, তাদের শাস্তি দিতেই হবে। আর এমন শাস্তি দিতে হবে, তা যেন সারা পৃথিবীর কাছে দৃষ্টান্ত হয়ে থেকে যায়।"
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)