Shubman Gill Century: সেঞ্চুরি ক্যাপ্টেন শুভমনের, গাওস্কর-কোহলিদের মতো কিংবদন্তিদের কীর্তি স্পর্শ করলেন
Indian vs England: শুক্রবার হেডিংলে টেস্টে সেঞ্চুরি করলেন শুভমন গিল (Shubman Gill)। অধিনায়ক হিসাবে প্রথম টেস্টেই সেঞ্চুরি।

লিডস: অধিনায়ক হিসাবে যেন রাতারাতি তিনি অনেক বেশি পরিণত হয়ে উঠেছেন রাতারাতি। তা না হলে কী করে ম্যাচের আগে বলে দিতে পারেন যে, ব্যাট করতে নামার সময় নিজেকে অধিনায়ক ভাবব না। তাতে মনঃসংযোগে ব্যাঘাত ঘটতে পারে। বরং নিজেকে ভাবব সাধারণ ব্যাটার।
সেই মন্ত্র মেনেই শুক্রবার হেডিংলে টেস্টে সেঞ্চুরি করলেন শুভমন গিল (Shubman Gill)। অধিনায়ক হিসাবে প্রথম টেস্টেই সেঞ্চুরি। স্পর্শ করলেন বিজয় হাজারে, সুনীল গাওস্কর, দিলীপ বেঙ্গসরকার ও বিরাট কোহলির কীর্তি। এঁরা প্রত্যেকেই অধিনায়ক হিসাবে প্রথম টেস্টে নেমেই সেঞ্চুরি করেছিলেন। শুধু বেঙ্গসরকারের সেঞ্চুরি এসেছিল দ্বিতীয় ইনিংসে। বাকিদের প্রত্যেকের সেঞ্চুরি প্রথম ইনিংসে। তালিকায় নবতম সংযোজন শুভমন।
শুক্রবার শুরুটা হয়েছিল যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সেঞ্চুরি দিয়ে। যাঁর হাতে টান লেগেছিল। বারবার শুশ্রূষা নিতে হয়। তারপরেও হাল ছাড়েননি। ভারতের অধিনায়ক শুভমনকেও তো লড়তে হল শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে। পিঠে চোট লেগেছিল। জলপানের বিরতির সময় শুশ্রূষা নিতে দেখা যায় শুভমনকেও। তারপরেও সংকল্প টোল খায়নি।
HUNDRED from the Skipper! 💯
— BCCI (@BCCI) June 20, 2025
First match as Test Captain and Shubman Gill has scored a sublime century! 👏👏
His 6th Ton in Test cricket 🙌
Updates ▶️ https://t.co/CuzAEnBkyu#TeamIndia | #ENGvIND | @ShubmanGill pic.twitter.com/CVTE7wK2g0
সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটে ২৩তম ক্রিকেটার হিসাবে নেতৃত্বের দায়িত্ব পাওয়ার পর প্রথম ইনিংসেই সেঞ্চুরি করলেন শুভমন। বয়সের নিরিখে চতুর্থ কনিষ্ঠতম। হার্বি টেলর, অ্যালেস্টেয়ার কুক ও স্টিভ স্মিথের পর।
শুভমনের কাজটা সহজ ছিল না। তিনি যেন একসঙ্গে জোড়া মহাতারকার জুতোয় পা গলিয়েছেন। এক, রোহিত শর্মা। যাঁর পরিবর্তে টেস্ট দলের অধিনায়ক হয়েছেন। দুই, বিরাট কোহলি। যাঁর অবসর ঘোষণার পর ব্যাট করছেন কোহলির ফেলে যাওয়া চার নম্বর জায়গায়। তার ওপর আগের দুই টেস্ট সিরিজে হতশ্রী ফল ভারতের। নতুন দল নিয়ে শুভমনের সামনে ছিল কঠিন লড়াই।
শুক্রবার ভারতের শুরুটা ভাল হয়েছিল। তবে মাত্র ১ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল দল। ৯১/০ থেকে ৯২/২ হয়ে যায় ভারত। সেখান থেকে প্রথমে যশস্বী জয়সওয়ালের সঙ্গে তৃতীয় উইকেটে ১২৯ রানের পার্টনারশিপ গিলের। তারপর এই প্রতিবেদন লেখা পর্যন্ত সহ অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গে অবিচ্ছেদ্য চতুর্থ উইকেটে ১১৭ রান যোগ করেছেন গিল।




















