India vs England Test Live: পোপের সেঞ্চুরি, লড়াই একা বুমরার, ইংল্যান্ডের চেয়ে এখনও ২৬২ রানে এগিয়ে ভারত
India vs England Test Day 2 Live: প্রথম ইনিংসে মাত্র ৪৯ ওভারে ২০৯/৩ তুলে ফেলেছে ইংল্যান্ড। সেঞ্চুরি করে অপরাজিত অলি পোপ। ভারতের তিন ব্যাটারের সেঞ্চুরির জবাব দেওয়া যেন শুরু হল পোপের হাত ধরেই।
LIVE

Background
লিডস: প্রথমে দেশের মাটিতে নিউজ়িল্যান্ডের কাছে টেস্টে হোয়াইটওয়াশের লজ্জা। স্বাধীনতার পর থেকে যে অন্ধকার কখনও গ্রাস করেনি ভারতীয় ক্রিকেটকে। তারপর অস্ট্রেলিয়ার মাটিতে দর্পচূর্ণ হওয়া। বর্ডার-গাওস্কর সিরিজও হাতছাড়া।
ব্যর্থতার সঙ্গী বিতর্ক। অস্ট্রেলিয়া সিরিজের মাঝপথে আর অশ্বিনের অবসর। আইপিএলের মাঝে আচমকা টেস্ট ক্রিকেট কেরিয়ারে ইতি টানা রোহিত শর্মা ও বিরাট কোহলির। শুভমন গিলকে (Shubman Gill) নতুন অধিনায়ক করে ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছে ভারত। যে সিরিজকে বলা হচ্ছে ভারতীয় ক্রিকেটের অ্যাসিড টেস্ট।
আর সেই অগ্নিপরীক্ষার সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনই কি না ভারতের দাদাগিরি। ভারতীয় ব্যাটারদের দাপটে জব্দ হয়ে গেল ইংল্যান্ডের বোলিং। হেডিংলে টেস্টের প্রথম দিনই একের পর এক রেকর্ড। জোড়া সেঞ্চুরি। প্রথমে যশস্বী জয়সওয়াল। তারপর শুভমন গিল। প্রথম দিন খেলা হল ৮৫ ওভার। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩৫৯/৩। শুভমন ১২৭ রানে ক্রিজে। ঋষভ ব্যাট করছেন ৬৫ রানে। দুজনে অবিচ্ছেদ্য চতুর্থ উইকেটে ১৩৮ রান যোগ করেছেন।
টস জিতে যখন ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠান ইংরেজ অধিনায়ক বেন স্টোকস, অনেকেই প্রমাদ গুনেছিলেন। শুভমন নিজেও টসের পর জানিয়ে দেন যে, তিনি টস জিতলে প্রথমে ফিল্ডিংই করতেন। ইংল্যান্ডের পরিবেশে, স্যুইং আর সবুজ পিচের ভয়ঙ্কর কম্বিনেশনের সামনে ভারতীয় ব্যাটাররা কী করবেন, ধন্দে ছিলেন অনেকে।
কিন্তু এই ইংল্যান্ডের বোলিংয়ে সেই ধার ও ভার নেই। জেমস অ্যান্ডারসন কিংবা স্টুয়ার্ট ব্রড দূর অস্ত নিদেনপক্ষে একটা জোফ্রা আর্চারও নেই। একমাত্র ক্রিস ওকস আর বেন স্টোকস ছাড়া অভিজ্ঞতা কোথায়?
তারই ফায়দা তুলল ভারত। শুরুটা দারুণ করেন কে এল রাহুল ও যশস্বী। ওপেনিং জুটিতে ওঠে ৯১ রান। ৪২ রান করে রাহুল ফেরেন। অভিষেক টেস্টে ০ করলেন সাই সুদর্শন। তবে যশস্বী সেঞ্চুরি করেন। তিনি একমাত্র বিদেশি ক্রিকেটার হিসাবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে প্রথম টেস্ট ইনিংসে সেঞ্চুরি করলেন। ঢুকে পড়লেন এক অভিজাত তালিকায়। যে তালিকায় নাম রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়, এম বিজয়, সন্দীপ পাটিলদের। তাঁদের মতোই যশস্বীও ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্টেই করলেন সেঞ্চুরি। ভারতীয় হিসাবে ইংল্যান্ডে প্রথম টেস্টেই সেঞ্চুরি রয়েছে মুরলী বিজয় (২০১৪ সালে ট্রেন্ট ব্রিজে ১৪৬), বিজয় মঞ্জরেকর (১৯৫২ সালে হেডিংলেতে ১৩৩), সৌরভ গঙ্গোপাধ্যায় (১৯৯৬ সালে লর্ডসে ১৩১), সন্দীপ পাটিলের (১৯৮২ সালে ওল্ড ট্র্যাফোর্ডে অপরাজিত ১২৯)। তাঁদের মধ্যে সৌরভের ছিল টেস্ট অভিষেক। সেই তালিকায় ঢুকে পড়লেন যশস্বী।
📸 In frame:
— BCCI (@BCCI) June 20, 2025
Two Centurions from Day 1 in Headingley 🤩#TeamIndia | #ENGvIND | @ShubmanGill | @ybj_19 pic.twitter.com/TB4psqEtt4
এরপর সেঞ্চুরি শুভমনের। অধিনায়ক হিসাবে প্রথম টেস্টেই সেঞ্চুরি। স্পর্শ করলেন বিজয় হাজারে, সুনীল গাওস্কর, দিলীপ বেঙ্গসরকার ও বিরাট কোহলির কীর্তি। এঁরা প্রত্যেকেই অধিনায়ক হিসাবে প্রথম টেস্টে নেমেই সেঞ্চুরি করেছিলেন। শুধু বেঙ্গসরকারের সেঞ্চুরি এসেছিল দ্বিতীয় ইনিংসে। বাকিদের প্রত্যেকের সেঞ্চুরি প্রথম ইনিংসে। তালিকায় নবতম সংযোজন শুভমন।
পন্থও এদিন টেস্ট ক্রিকেটে ৩ হাজার রান সম্পূর্ণ করে ফেললেন। প্রবল চাপে ইংল্যান্ড।
IND vs ENG Test Live Updates: মাত্র ৪৯ ওভারে ২০৯/৩ তুলে ফেলেছে ইংল্যান্ড
যশপ্রীত বুমরা না খেললে যে ভারতের বোলিংয়ের কী হাল হতে পারে, শনিবার তার ট্রেলার দেখিয়ে দিলেন ইংল্যান্ডের ব্যাটাররা। একা কুম্ভ হয়ে লড়াই করলেন বুমরা। প্রথম ইনিংসে মাত্র ৪৯ ওভারে ২০৯/৩ তুলে ফেলেছে ইংল্যান্ড। সেঞ্চুরি করে অপরাজিত অলি পোপ। ভারতের তিন ব্যাটারের সেঞ্চুরির জবাব দেওয়া যেন শুরু হল পোপের হাত ধরেই।
India vs England Test Day 2 Live: জো রুট ফের বুমরার শিকার, অলি পোপের সেঞ্চুরি
জো রুট ফের বুমরার শিকার। অলি পোপের সেঞ্চুরি। বুমরার বলে আউট হয়েও নো বল হওয়ায় বেঁচে গেলেন হ্যারি ব্রুক। ৪৯ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ২০৯/৩।




















