IND vs ENG: কাল জিতলেই সিরিজ পকেটে, দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচ কখন, কোথায় দেখবেন?
IND vs ENG 2nd ODI: ওয়ান ডে সিরিজেও জয় ছিনিয়ে নেওয়ার জন্য লড়াই করবে টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্য়ান্ডের বিরুদ্ধে এই সিরিজ জয় বাড়তি আত্মবিশ্বাস বাড়াবে ভারতীয় শিবিরে।

ভুবনেশ্বর: প্রথম ওয়ান ডে ম্য়াচে নাগপুরে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। আগামীকাল কটকের বারাবাটি স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচ। সিরিজে ১-০ তে এগিয়ে থাকা ভারতীয় দলের জন্য টি-টোয়েন্টি সিরিজের পর এবার ওয়ান ডে সিরিজেও জয় ছিনিয়ে নেওয়ার জন্য লড়াই করবে টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্য়ান্ডের বিরুদ্ধে এই সিরিজ জয় বাড়তি আত্মবিশ্বাস বাড়াবে ভারতীয় শিবিরে।
কাদের ম্যাচ?
ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচ
কোথায় হবে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচটি?
কটকের বারাবাটি স্টেডিয়ামে খেলা হবে দ্বিতীয় ওয়ান ডে
কখন শুরু হবে ভারত বনাম ইংল্য়ান্ড দ্বিতীয় ওয়ান ডে?
রবিবার, ৯ ফেব্রুয়ারি ভারতীয় সময় দুপুর ১.৩০টার সময় খেলা শুরু হবে
কোথায় দেখবেন ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ?
ভারত ও ইংল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে
অনলাইনে কীভাবে দেখবেন দ্বিতীয় ওয়ান ডে?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। ডিজনি প্লাস হটস্টারে অনলাইনে দেখা যাবে ম্য়াচটি।
কটকে পৌঁছনোর পরেই আজ পুরীর জগন্নাথ মন্দিরে (Jagannath temple) শ্রদ্ধা জ্ঞাপন করতে ছুটলেন ভারতের দলের তারকা ত্রয়ী। ভারতীয় দলের তারকাদের মধ্যে অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর ও বরুণ চক্রবর্তীকে পুরীর জগন্নাথ মন্দিরে দেখা গিয়েছে। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ভারতীয় দলের তারকারা মন্দির চত্ত্বরে উপস্থিত হন। বেহেরান গেট দিয়ে তাঁরা মন্দিরে প্রবেশ করে জগন্নাথ, বলরাম ও শুভদ্রার প্রতি নিজেদের শ্রদ্ধা জ্ঞাপন করে পুজো করেনে তাঁরা। এই ভিডিও বর্তমানে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল।
ওয়াশিংটন সুন্দরকে এই দর্শনেপ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'খুব ভালভাবেই আমরা দর্শন সারতে পেরেছি।' ঈশ্বরের কাছে পুজো দেওয়ার পর কী জয় আসবে? কটকে ভারতীয় দলের রেকর্ড খুব একটা আহামরি না হলেও, বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছে ভারত। বারাবটি স্টেডিয়ামে জয় পেলেই টি-টোয়েন্টির পর ওয়ান ডে সিরিজ়ও নিজেদের দখলে করে ফেলবে টিম ইন্ডিয়া। সেই লক্ষ্যেই নামছে রোহিত বাহিনী। দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ভারতীয় দলের সমর্থকদের নজর থাকবে বিরাট কোহলির ফিটনেসের দিকেও। প্রথম ওয়ান ডেতে তিনি হাঁটুর চোটের কারণে খেলতে পারেননি।
আরও পড়ুন: কামিন্সের পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় দিলেন সুখবর




















