Shubman Gill: ব্যাটে হাতে স্বপ্নের শুরু, নাগাড়ে দ্বিতীয় টেস্টে শতরান হাঁকালেন শুভমন গিল
Shubman Gill: এই নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টানা তিন সেঞ্চুরি হাঁকিয়ে রাহুল দ্রাবিড়, দিলীপ বেঙ্গসরকারদের বিশেষ তালিকায় যোগ দিলেন শুভমন গিল।

বার্মিংহাম: প্রথম টেস্ট শতরান করলেও, দলের হারের পর তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে (India vs England 2nd Test) ফের একবার নিজের দক্ষতা প্রমাণ করলেন শুভমন গিল (Shubman Gill)। অধিনায়কোচিত ইনিংস খেললেন তিনি। চাপের মুখে কেরিয়ারের সপ্তম টেস্ট শতরান হাঁকালেন শুভমন গিল।
বুধবার এজবাস্টনে শুভমন গিল লাঞ্চের ঠিক আগে ব্যাট করতে নামেন। সদ্যই শুরুটা ভাল করেও করুণ নায়ার ৩১ রানে সাজঘরে ফিরেছিলেন। সেই সময় ভারতীয় দলের বড় পার্টনারশিপের দরকার ছিল। ঠিক সেটাই করেন শুভমন গিল। যশস্বীর সঙ্গে মিলে তিনি ৬৬ রানের পার্টনারশিপ গড়েন। স্বাভাবিকভাবে স্ট্রোক খেলতে পছন্দ করেন গিল। তবে আজ যেন এক ভিন্ন মানসিকতার সঙ্গে মাঠে নেমেছিলেন ভারতীয় অধিনায়ক। সুদৃঢ় ডিফেন্স ও দুরন্ত মানসিকতার পরিচয় দেন তিনি। ১২৫ রানে নিজের অর্ধশতরান পূরণ করেন গিল।
HUNDRED in Headingley 💯
— BCCI (@BCCI) July 2, 2025
HUNDRED in Edgbaston 💯
Captain Shubman Gill gets his 7th Test Century 🤩
Updates ▶️ https://t.co/Oxhg97g4BF#TeamIndia | #ENGvIND | @ShubmanGill pic.twitter.com/tiMIKgi0k0
যশস্বী শতরান হাতছাড়া করলেও গিল দেখেশুনে একের পর এক পার্টনারশিপ গড়ে যান। ঋষভ পন্থ ও নীতীশ কুমার রেড্ডি অল্প রানের ব্যবধানে আউট হওয়ার পর গিলের উইকেটটা ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে যায়। ওকস, ব্রাইডন কার্সদের গোলাগুলি সামলে ফের এক লড়াকু পার্টনারশিপ গড়েন গিল। সঙ্গী হিসাবে পান রবীন্দ্র জাডেজাকে। দুইজনে মিলে দিনের শেষে অর্ধশতরানের অপরাজিত পার্টনারশিপ গড়ে দলকে চাপের মুখ থেকে রক্ষা করেন।
📸📸 The roar after a sublime ton 💯#TeamIndia | #ENGvIND | @ShubmanGill pic.twitter.com/lBnaDAuzvL
— BCCI (@BCCI) July 2, 2025
দেখতে দেখতেই ২৫ বছর বয়সি ব্যাটার কেরিয়ারের সপ্তম শতরানও হাঁকিয়ে ফেলেন গিল। ভারতীয় অধিনায়ক ৯৬.৫ শতাংশ নিয়ন্ত্রণ রেখে শতরান পূরণ করেন। ইংল্যান্ডের মাটিতে পরিসংখ্যান গ্রহণ করা শুরু হওয়ার পর থেকে এই পরিমাণ নিয়ন্ত্রণ রেখে কোনও ব্যাটার শতরান হাঁকাননি। এই নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে নাগাড়ে তৃতীয় শতরান এল গিলের ব্যাট থেকে। রাহুল দ্রাবিড়, দিলীপ বেঙ্গসরকারদের বিশেষ তালিকায় যোগ দিলেন তিনি।ম্যাচের দ্বিতীয় দিনেও ভারতীয় সমর্থকরা চাইবেন যে গিল যেন এমনভাবেই নিজের ইনিংস এগিয়ে নিয়ে আরও বড় রান করেন। তাঁর ব্যাটের ওপর কিন্তু ভারতীয় দলের ভাগ্য অনেকটাই নির্ভরশীল।




















