IND vs ENG Match Highlights: রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরাজ নাটকীয় বোল্ড হতেই ইংরেজ শিবিরে উৎসব, মাত্র ২২ রানে পরাজয় ভারতের
India vs England 3rd Test: শেষ পর্যন্ত লক্ষ্যের চেয়ে সামান্য আগে থেমে গেল ভারত। আউট হওয়ার পর হতাশ হয়ে পিচের ওপর হাঁটু মুড়ে বসা সিরাজকে বাহবা জানিয়ে দেলেন জো রুট, জ্যাক ক্রলিরা।

লর্ডস: চার বছর আগে এই লর্ডসেই অবিশ্বাস্য এক পার্টনারশিপের অংশীদার ছিলেন তিনি। নবম উইকেটে মহম্মদ শামির সঙ্গে জুটি বেঁধে ১২০ বল খেলেছিলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ৯৬ মিনিট ক্রিজে কাটিয়ে অপরাজিত ৩৪ রান করেছিলেন। অপরাজিত হাফসেঞ্চুরি করেছিলেন শামিও। ১৫১ রানে সেই টেস্ট ম্যাচ জিতেছিল ভারত।
সোমবার যখন ফের বুমরা সেই লর্ডসের ক্রিজে আঠার মতো আটকে গেলেন, খেলে ফেললেন পঞ্চাশের ওপর বল, আশায় বুক বেঁধেছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। সেবার শামির সঙ্গে জুটি বেঁধে অসাধ্য সাধন করলে, সোমবার রবীন্দ্র জাডেজার সঙ্গেই বা পারবেন না কেন?
লক্ষ্য ক্রমশ নাগালের মধ্যে আসছে। আর ব্রাইডন কার্স, শোয়েব বশির, বেন স্টোকসদের বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে ব্যাট হাতে লড়ে চলেছেন ফাস্টবোলার বুমরা। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আশায় বুক বাঁধছিলেন।
কিন্তু স্টোকসের বলে অহেতুক চালাতে গিয়ে আউট হলেন বুমরা। ৫৪ বল ক্রিজে কাটিয়ে। ৫ রান করে। ভারতের ম্যাচ জিততে তখনও ৪৬ রান বাকি। বুমরা ফিরতেই জোরাল ধাক্কা খেয়েছিল ভারত। তবু, হাল ছাড়েননি মহম্মদ সিরাজ ও জাডেজা। জাডেজা হাফসেঞ্চুরি করলেন। সিরাজের সঙ্গে মিলে কার্যত নাভিশ্বাস তুলে দিলেন ইংরেজ শিবিরে। শেষ পর্যন্ত শোয়েব বশিরের বলে দুর্ভাগ্যজনকভাবে বোল্ড হলেন সিরাজ। ৪ রান করে। বশিরের বলটি ব্যাটের মাঝখান দিয়ে রক্ষণাত্মক শট খেলেছিলেন সিরাজ। সেই বলটিই মাটিতে পড়ে স্টাম্পে লাগে। বেল পড়ে যেতেই উৎসব শুরু ইংল্যান্ডের ক্রিকেটারদের।
লক্ষ্য ছিল ১৯৩ রানের। দ্বিতীয় ইনিংসে ভারত অল আউট হয়ে গেল ১৭০ রানে।
চার বছর আগেও লর্ডসে ভারতের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন কে এল রাহুল। এবারও তিনি প্রথম ইনিংসে করেছেন সেঞ্চুরি। কিন্তু ২০২১ সালে ভারতের দ্বিতীয় ইনিংসে বুক চিতিয়ে লড়াই করতে হাজির ছিলেন একজন অজিঙ্ক রাহানে, একজন চেতেশ্বর পূজারা। যাঁরা সংযম আর মনঃসংযোগের উদাহরণ তৈরি করেছিলেন। ক্যাপ্টেন বিরাট কোহলির মুখে হাসি ফুটিয়েছিলেন।
অধিনায়ক শুভমন গিলের আস্তিনে কোনও পূজারা কিংবা রাহানে ছিলেন না। গোটা ইনিংসে ব্যাট হাতে লড়াই করলেন মোটে দুজন। প্রথমজন, ওপেনার কে এল রাহুল। ৩৯ রান করে তিনি আউট হন।
শেষ পর্যন্ত লক্ষ্যের চেয়ে সামান্য আগে থেমে গেল ভারত। আউট হওয়ার পর হতাশ হয়ে পিচের ওপর হাঁটু মুড়ে বসা সিরাজকে বাহবা জানিয়ে দেলেন জো রুট, জ্যাক ক্রলিরা। টেস্ট ক্রিকেটের সেরা বিজ্ঞাপন হয়ে রইল লর্ডসে।




















