Harry Brook: ফাঁদেই পা ফেললেন, অল্পের জন্য় শতরান মিস, প্রসিদ্ধর বলে ৯৯ রানে আউট ব্রুক
IND vs ENG: ওলি পোপ এই ম্য়াচে শতরান হাঁকিয়েছিলেন। তার আগে জয়সওয়াল তিনটি ক্যাচ ফেলেছিলেন তাঁর। যার জন্য শতরান পেয়ে যান। বেন ডাকেটও জীবনদান পেয়ে অর্ধশতরান হাঁকান।

হেডিংলে: এর থেকে খারাপ হয়ত কোনও ব্য়াটারের হতে পারে না। ৯৯ রানে আউট হয়ে গেলেন হ্যারি ব্রুক। হ্যাঁ, মাত্র এক রানের জন্য় নিজের শতরান মিস করলেন ইংল্যান্ড তারকা। বারবার তাঁকে ফাঁদে ফেলার চেষ্টা করছিলেন ভারতী বোলাররা। নিজের কেরিয়ারের নবম টেস্ট শতরান একেবারে নিশ্চিত ছিল। কিন্তু ১ রানের জন্য মিস করলেন তা।
ওলি পোপ এই ম্য়াচে শতরান হাঁকিয়েছিলেন। তার আগে জয়সওয়াল তিনটি ক্যাচ ফেলেছিলেন তাঁর। যার জন্য শতরান পেয়ে যান। বেন ডাকেটও জীবনদান পেয়ে অর্ধশতরান হাঁকান। অন্যদিকে হ্যারি ব্রুকও চালিয়ে খেলছিলেন অর্ধশতরান পূরণ করার পর থেকেই। শেষ পর্যন্ত যখন আউট হলেন, তখন তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ১১২ বলে ৯৯ রান। নিজের ইনিংসে ১১টি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকিয়েছিলেন ব্রুক।
ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত টেস্টে সেঞ্চুরি হাঁকাতে পারেননি ব্রুক। ভারতের মাটিতে ইংল্যান্ড যখন খেলতে এসেছিল, সেবারও পারেননি শতরান হাঁকাতে। এবার সেই সুযোগ ছিল। ৮৮ তম ওভারের তৃতীয় বলে প্রসিদ্ধ কৃষ্ণর শর্ট পিচ ডেলিভারিতে পুল শট মারতে গিয়েছিলেন। কিন্তু বাউন্ডারি লাইনে শার্দুল ঠাকুরের হাতে ধরা পড়ে যান। এর আগে বারবার বাউন্সারে ব্রুককে আটকানোর জন্য চেষ্টা করছিলেন প্রসিদ্ধ, সিরাজরা। এই ক্যাচটি লোফার আগে মোট ৬টি ক্যাচ পুরো ম্য়াচে মিস হয়েছে। তার মধ্য়ে চারটি ক্যাচ মিস করেছেন ভারতীয় ফিল্ডাররা। ৩টি ক্যাচ জয়সওয়াল ও একটি ক্যাচ মিস করেছেন জাডেজা। তবে শার্দুল ব্রুকের ক্যাচ লুফতে কোনও ভুল করেননি।
কিংবদন্তি প্রাক্তন পাক পেসারকে টেক্কা দিয়ে সেনা কান্ট্রিতে সর্বাধিক উইকেটের মালিক হয়ে গিয়েছেন ভারতীয় পেসার। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মাটিতে সব মিলে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন জসপ্রীত বুমরাই। শনিবার প্রথমে জ্যাক ক্রলির উইকেট নেন বুমরা। এরপর বেন ডাকেটকে ফিরিয়ে দেন। আর দিনের শেষ উইকেট হিসেবে জো রুটকে ফিরিয়ে দেন তারকা ডানহাতি পেসার।
সেনা কান্ট্রিতে ৩২ ম্য়াচে খেলতে নেমে ১৪৭ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন বুমরা। ৩৩ রানের বিনিময়ে ৬ উইকেট নেওয়া এক ইনিংসে সেনা কান্ট্রিতে সেরা বোলিং স্পেল বুমরার। ৯ বার সেনা কান্ট্রিতে পাঁচ উইকেট নিয়েছিলেন বুমরা। অন্য়দিকে ওয়াসিম আক্রম সমসংখ্যক ম্য়াচ খেলতে নেমে সেনা কান্ট্রিতে ১৪৬ উইকেট নিয়েছিলেন। ১১ বার তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন সেনা কান্ট্রিতে।




















