India vs England Innings Highlights: চেন্নাইয়েও স্পিনারদের ভেল্কি, ম্যাচ জিততে ভারতকে তুলতে হবে ১৬৬ রান
India vs England T20I: ফের ভারতের ঘূর্ণিজালে আটকে হাসফাঁস করল ইংল্যান্ড (India vs England)। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তুলল ১৬৫/৯।

চেন্নাই: টি-২০ ফর্ম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে, কলকাতার ইডেন গার্ডেন্সে স্পিনারদের দাপটে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিল টিম ইন্ডিয়া (India vs England)। সিরিজে ১-০ এগিয়ে ভারত। চেন্নাইয়ে দ্বিতীয় ম্যাচেও ফের ভেল্কি দেখালেন ভারতীয় স্পিনাররা। ফের ভারতের ঘূর্ণিজালে আটকে হাসফাঁস করল ইংল্যান্ড (India vs England)। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তুলল ১৬৫/৯।
ইংল্যান্ডের ৯ উইকেটের মধ্যে ৬টিই নিলেন স্পিনাররা। ফের বল হাতে ছন্দে বরুণ চক্রবর্তী। ৪ ওভারে ৩৮ রান দিয়ে নিলেন ২ উইকেট। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তাঁর উইকেট নেওয়ার দুই ম্যাজিক ডেলিভারি নিয়ে। হ্যারি ব্রুকের ক্ষেত্রে বল চকিতে টার্ন করার পাশাপাশি লাফালও। বোল্ড হলেন ব্রুক। জেমি ওভার্টনকেও ঘূর্ণিতে ঠকিয়ে বোল্ড করলেন ঘরের মাঠে ভারতের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামা স্পিনার।
Innings Break!
— BCCI (@BCCI) January 25, 2025
Another fine bowling display from #TeamIndia 👏👏
England have set a 🎯 of 1⃣6⃣6⃣
Scorecard ▶️ https://t.co/6RwYIFWg7i#INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/nGGmdVEU3s
পাশাপাশি বল হাতে জ্বলে উঠলেন বাঁহাতি স্পিনার অক্ষর পটেল। ৪ ওভারে ৩২ রান দিয়ে নিলেন ২ উইকেট। ওয়াশিংটন সুন্দর ইডেনে খেলেননি। চেন্নাইয়ে সুযোগ পেয়েই বল হাতে নজর কাড়লেন। ১ ওভারই বল করেছেন। ৯ রান খরচ করে তুলে নিয়েছেন বেন ডাকেটের মহা গুরুত্বপূর্ণ উইকেট। রবি বিষ্ণোই কোনও উইকেট না পেলেও ৪ ওভারে খরচ করেছেন মাত্র ২৭ রান।
আরও পড়ুন: হুইলচেয়ারে চেপে মাঠে, সৌরভ ভক্ত বিক্রমের স্বপ্ন লর্ডসে ক্রিকেট ম্যাচ দেখার
এই ম্যাচের আগের দিন প্র্যাক্টিসে গোড়ালি মচকে গিয়েছিল অভিষেক শর্মার। ইডেনে ব্যাট হাতে ভারতের জয়ের নায়ক চেন্নাইয়ে খেলতে পারবেন কি না, তা নিয়েই ছিল সংশয়। অভিষেক চেন্নাইয়ে খেললেন। ১ ওভার বলও করলেন আর তুলে নিলেন জেমি স্মিথের উইকেট।
সব মিলিয়ে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নাকানিচোবানি খেল ইংরেজ ব্যাটিং। হার্দিক পাণ্ড্য ও অর্শদীপ সিংহ একটি করে উইকেট নিয়েছেন। আগের ম্যাচের মতো এদিনও ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোরার জস বাটলার। ৩০ বলে ৪৫ রান করলেন ইংরেজ অধিনায়ক। ১৭ বলে ৩১ রান করলেন ব্রাইডন কার্স।
আরও পড়ুন: ৮৫ অল আউট! বাংলার লজ্জার হার, রঞ্জি ট্রফির নক আউটের স্বপ্ন কার্যত শেষ বাংলার




















